ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

*****জন্মদিনের চিঠি ******

*******  পিনাকী বোস********
                     
আজ তোমার জন্মদিন,
আরো একবার
নিজেরই কক্ষপথে
পরিক্রমা পূর্ণ হল তোমার |
রূপে , রসে, বর্ণে, গন্ধে
সমুজ্জ্বল আরো কিছুটা পথ |
আরো অনেক ভালোবাসা
করেছো সঞ্চয় -নিশ্চয়
পরিপূর্ণতার লক্ষ্যে
এগিয়েছে আরও কয় ধাপ |
বেড়েছে প্রতিপত্তি-,বেড়েছে প্রতাপ |
কিন্তু তোমার প্রথম দিনে ,
আমি ছিলাম অন্য কোনোখানে ,
অন্য কোনো কাজে ,
তবু তোমার আলোকরেখা
এসে পড়লো আমার জীবনে
পূর্বনির্দিষ্টের মতো ,
আমার"গ্রহণ"হল তোমার ছায়ায় |
আমার আমিকে দখল নিলে তুমি ,
তোমার গুণমুগ্ধের ভিড়ে ,
একটুখানি জায়গা হল আমার
আমি ধন্য হলাম ,
মনে হল- এটাই  অনেক পাওয়া |
তাই ফিরে ফিরে আসা সেই
জন্মের  দিনে
কি হবে কৃতজ্ঞের উপহার ?
নিষ্প্রাণ নির্জীব কোনো দান?
নির্বাক সে তো ,
আমার মনের ভাব
পৌঁছবে না কোনোদিন তার হাত ধরে |
ফুল যদিও বা বাঙময় বটে ,
কিন্তু ফুলের জলসায় ,
সেও তো হারিয়ে যাবে
পরে থাকবে এককোণে অবহেলায় ,
অনাদরের লজ্জায়  মূর্ছা  যাবে
পরদিন সকালে |
তাই এই চিঠি -
যা তোমার জীবন থেকে
চেয়ে নেবে একটু সময়  ,
তোমার ব্যস্ততা থেকে,   
তারপর এই চিঠি পড়তে পড়তে
তোমার ঠোঁটের কোণে
খেলে যাবে ছোট্ট একটা ঢেউ ,
হতে পারে একবার -
তবুও সেই এক  চিলতে হাসিটাই হবে ,
তোমার জন্মদিনে আমার সেরা উপহার ||


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন