ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

আমন্ত্রিত লেখক

হৃদাকাশে ভাসছে যে ওই
সৃষ্টি মেঘের ভেলা
আকুল হয়ে দিলাম জুড়ে
বরষ আনা খেলা
স্রষ্টার কাছে নেই হেমন্ত
সদা বরষ মাস
রেখেছি খোলা বক্ষ আমার
ঝরাও অভিলাষ
দাও ভরিয়ে সকল পাতা
হৃদসাগর দলে
জয়ের মালা আনবো ঠিক পরাবো তব গলে
আঁধার ফুঁড়ে পড়ুক ঝরে
আলোক রাশি রাশি
মিঠে রোদের কিরণ মেখে
হাসুক তৃপ্ত হাসি
নামটি তব পাখির গানে
ছড়াক ঘরে ঘরে
জলফড়িংয়ের আমন্ত্রণ
রইলো সবার পরে

ধীরেন্দ্র নাথ বাঙ্গাল



1 টি মন্তব্য: