ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

আমন্ত্রিত

কাটুম কুটুম থেকে

 ধুলোর মানুষ
---------হরিৎ বন্দ্যোপাধ্যায়

ধুলোয় বসে যে মানুষটা ভাত খায়
সে-ই একমাত্র ভাতকে চেনে

ধুলোর মানুষের কাছে দু'টো পা
হাঁটা ছাড়া কোনো রাস্তা নেই

আমাদের হাঁটায় ডাক্তারের নির্দেশ -----
" রোজ সকালে একটু হাঁটুন "
বাকি সময় ইচ্ছাযানে চড়ে
যখন তখন যেখানে খুশি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন