ভাইফোঁটা
------অভিজিৎ_দত্ত।।
কথা দিয়েছিল আসবে ফিরে শ্যামাপূজার মাঝে
কপাল ভরে ফোঁটা নেবে সে, বাঙালি বাবু সেজে
তাই যে ঘরে বোনটি তাহার পরম সে আগ্রহে
পাঞ্জাবিতে নক্সা আঁকে কুরশি কাঁটা দিয়ে ।
হঠাৎ দেখে চেয়ে , কালবোশেখী আসছে ছুটে
আকাশ কালো করে ঘরের পানে ধেয়ে ।
চমকে ওঠে মন।
এক ধমকে মনকে থামায় কু ডাক ডাকছে বলে ।
দাদাটি যার মিলিটারিতে এমন বোনের,
ভয় পেলে কি চলে ?
হঠাৎ হলো একি ?
বাজিয়ে বাঁশি আসছে ছুটে
সামরিক এক ট্রাক
দাদা বুঝি আনছে বা গিফ্ট
একগাদা একঝাঁক ।
বলেছিল আসবে দাদা
কালীপুজোর দিন
তারপরেই তো নো রিপ্লাই
ফোন ধরেনি দুদিন।
আজকে বুঝি চমকে দিতে
ট্রাকেই চড়ে আসে
কিন্তু ওরা কি নামাচ্ছে ?
ওই দিকে ওই পাশে ?
আরে ? এতো কফিন এটা,
শব বইতে লাগে
মনটা যেন কু ডাকছিল
অল্প একটু আগে ?
উর্দি পরা জওয়ানেরা সব শারীবদ্ধ হয়ে
ঠুকছে সেলাম কফিনটাকে চোখেতে জল নিয়ে ।
দাদা তো তাঁর কথা রেখেছে
এসেছে বোনের কাছে
কিন্তু দাদা এসেছে আজ রক্ত রাঙা সাজে।
এই দিনেই তো যমদুয়ারে দিয়েছিলাম কাঁটা
আধুনিক যম মানলো না তার
নিজের মুখের কথা।
------অভিজিৎ_দত্ত।।
কথা দিয়েছিল আসবে ফিরে শ্যামাপূজার মাঝে
কপাল ভরে ফোঁটা নেবে সে, বাঙালি বাবু সেজে
তাই যে ঘরে বোনটি তাহার পরম সে আগ্রহে
পাঞ্জাবিতে নক্সা আঁকে কুরশি কাঁটা দিয়ে ।
হঠাৎ দেখে চেয়ে , কালবোশেখী আসছে ছুটে
আকাশ কালো করে ঘরের পানে ধেয়ে ।
চমকে ওঠে মন।
এক ধমকে মনকে থামায় কু ডাক ডাকছে বলে ।
দাদাটি যার মিলিটারিতে এমন বোনের,
ভয় পেলে কি চলে ?
হঠাৎ হলো একি ?
বাজিয়ে বাঁশি আসছে ছুটে
সামরিক এক ট্রাক
দাদা বুঝি আনছে বা গিফ্ট
একগাদা একঝাঁক ।
বলেছিল আসবে দাদা
কালীপুজোর দিন
তারপরেই তো নো রিপ্লাই
ফোন ধরেনি দুদিন।
আজকে বুঝি চমকে দিতে
ট্রাকেই চড়ে আসে
কিন্তু ওরা কি নামাচ্ছে ?
ওই দিকে ওই পাশে ?
আরে ? এতো কফিন এটা,
শব বইতে লাগে
মনটা যেন কু ডাকছিল
অল্প একটু আগে ?
উর্দি পরা জওয়ানেরা সব শারীবদ্ধ হয়ে
ঠুকছে সেলাম কফিনটাকে চোখেতে জল নিয়ে ।
দাদা তো তাঁর কথা রেখেছে
এসেছে বোনের কাছে
কিন্তু দাদা এসেছে আজ রক্ত রাঙা সাজে।
এই দিনেই তো যমদুয়ারে দিয়েছিলাম কাঁটা
আধুনিক যম মানলো না তার
নিজের মুখের কথা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন