|| এক্সক্লুসিভ সৌমিত্র ||
সৌমিত্র বাবু জলফড়িং-র পক্ষ থেকে আপনাকে প্রথমেই জানাই নমস্কার।
->> শিল্পীঃ- নমস্কার
১.) বাচিক শিল্পী সৌমিত্র ঘোষ ঠিক কবে থেকে বাচিক শিল্পী হয়েছে মনে আছে?
উঃ-আমি আজও বাচিক শিল্পী হতে পারিনি।
২.) এতো ব্যস্ততা আপনার, যখন তখন ডাক আসে আজ এখানে তো কাল ওখানে অনুষ্ঠানের জন্য। মাঝে নিজের জন্য কতটুকু সময় থাকে?
উঃ-যত ব্যস্ততা থাক না কেন সেই ব্যস্ততা টুকু তো আমার নিজের জন্য
৩.) যে কোনো লেখা কী আবৃত্তি করার যোগ্য?
উঃ-এক কথায় বলা মুশকিল। এটা নির্ভর করে অনেকটাই শিল্পীর ওপর।
৪.) একটি লেখা আবৃত্তির জন্য কতবার পড়ে সৌমিত্র ঘোষ?
উঃ-ওইভাবে ঠিক বলা যায়না।তবে বলতে পারি যত পড়বে ক্রমশ কবিতার ভেতরে ঢোকা যাবে।
৫.) আবৃত্তির জন্য পরিবেশ কতখানি প্রয়োজন? যেমন সব পরিবেশে গান হয়না।
উঃ-যেকোনো শিল্প পরিবেশনার জন্য অবশ্যই শান্ত পরিবেশ হওয়া উচিত।
৬.) শ্রীজাত নাকি সুবোধ সরকার কার লেখা আবৃত্তি করলে ভালো লাগবে আপনার?
উঃ-দুজনের লেখা আবৃত্তি করলে আমার ভালো লাগে।তবে অপেক্ষাকৃত শ্রীজাত'র কবিতা বেশি আবৃত্তি করি।
৭.) এখনকার দিনে ফেসবুক কবির চল খুব, এমন কোনো বেনামী ফেসবুক কবির নাম আপনার তালিকায় আছে কী যার লেখা আবৃত্তি করতে চান?
উঃ-আমি বেশিরভাগ অনামী কবির কবিতা পড়ি।
৮.) কোনো লেখা আবৃত্তি করা হলে কবিরা বলেন ধন্যবাদ আমার লেখার প্রাণ দেওয়ার জন্য। কী মনে হয় এই কথাটার অনুভব কেমন আপনার কাছে?
উঃ-কথাটি আংশিক সত্য কিন্তু সম্পূর্ণ নয়। কারণ আগে তো ভালো লেখা তারপর তো অন্যকিছু।
৯.) স্কুল জীবনের সবচেয়ে স্বরণীয় মুহূর্ত আপনার কাছে?
উঃ-স্কুল পালিয়ে নদীরঘাটে বসে থাকা( ইচ্ছামতী নদী)
১০.) আপনার চোখে ওয়েব ম্যাগের ভূমিকা কী? আপনার প্রিয় ওয়েব ম্যাগের নাম?
উঃ-ওয়েব ম্যাগের যথেষ্ট ভূমিকা আছে।ওইভাবে বলাটা ঠিক নয়। সব ম্যাগের একটা মূল্য আছে।
১১.)প্রথম পাওয়া পুরস্কার/ সম্মান? তার উপলব্ধি কেমন ছিল?
উঃ-যেকোনো সম্মান বা পুরস্কার অনেকখানি ভালো লেগে থাকে।প্রথম সম্মান মানে তো চিরদিন স্মৃতি পথে বিরাজ করে থাকে।
১২.) সৌমিত্র ঘোষ পপুলার মানুষ, শিল্পী ব্রততী বন্দোপাধ্যায় তাঁকে এই বছর বিজয়া বৈঠক বারবার দেখা গেল বড়ো পর্দায়, আপনাকে দেখলাম না কেন?
উঃ-বড়ো পর্দা বড়ো মানুষের জন্যে,প্রণাম্য মানুষের জন্য।এইটুকুই থাক আর বলতে চাইনা।
১৩.) যারা আবৃত্তি করছে আজকাল, যারা নতুন তাদের জন্য কিছু বার্তা।
উঃ-কবিতার প্রতি নিবেশিত হওয়া, কবিতাকে ভালোবাসা,কবিতার নান্দনিক দিকটা দেখা,কবিতার বাহ্যিক আরম্ভর থেকে দূরে থাকা।
১৪.) আবৃত্তি শিক্ষার জন্য স্কুল তৈরী হচ্ছে এ বিষয়ে আপনার মতামত। আবৃত্তির জন্য স্কুল কতখানি দরকারি?
উঃ-অবশ্যই প্রয়োজন কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে স্টুডেন্টের ওপর,সে নিতে কতটুকু পারবে।
১৫.) একটা বিরহের আবৃত্তি আর একটা প্রেমের আবৃত্তি একজন করছেন তাকে দু'ধরনের আবৃত্তির জন্য আপনার উপদেশ কী?
উঃ-এককথায় বলা মুশকিল, অবশ্যই তো আলাদাভাবে বাচনভঙ্গি এবং ezpretion থাকবে।
১৬.) আপনার খুব আনন্দের দিন আজকে এমন দিনে কোন আবৃত্তিটা করতে চান?
উঃ-অবশ্যই রবীন্দ্রনাথ বলব
১৭.) আপনার চোখ বন্ধ করে দেওয়া হলো আপনার সমানে দুটো চিরকূট রাখ হলো, বলা হলো একটি তুলুন আর বলে দেওয়া হলো একটা চিরকূটে অংশুমান করের লেখা আর অপরটিতে তুষারকান্তি রায়ের লেখা। আপনি তুললেন চোখ খোলা হলো দেখা গেল চিরকূটে তুষারকান্তি রায়ের লেখা, আপনি খুশি হবেন, নাকি মন থেকে ভাবছিলেন অংশুমান করের লেখাটি উঠে এলে ভালো হতো?
উঃ-☺ মনে মনে ভাবছিলাম অংশুমান দার লেখাটা
১৮.) আনন্দের শ্রীজাত ভালো নাকি সুখের দিনের?
উঃ-দুটোই ভালো
১৯.) আবহ সঙ্গীত কতখানি দরকারি আবৃত্তির জন্য?
উঃ-হলে ভালো হয় অলংকার হিসেবে তো ভালোই
২০.) আমাদের ওয়েব ম্যাগ "জলফড়িং" নিয়ে কি বলবেন?
উঃ-এইরকম কাজের প্রতি আমার শুভ কামনা রইল। ধারাবাহিক ভাবে এগিয়ে চলুক। অনেক শুভেচ্ছা রইল
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
| পছন্দের সবকিছু |
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
১.) প্রিয় রঙঃ-কালো
২.) প্রিয় খাবারঃ-ভাত,ডাল আলুপোস্ত
৩.) প্রিয় পোশাকঃ-জিন্স আর কুর্তা
৪.)প্রিয় কবিতাঃ-প্রেম
৫.) প্রিয় লেখিকাঃ-মহাশ্বেতা দেবী
৬.) প্রিয় গায়কঃ- শ্রীকান্ত আচার্য্য
৭.) প্রিয় বাংলা সিনেমাঃ- মনের মানুষ
৮.) প্রিয় গানঃ- গানই প্রিয় সেইভাবে বলা যায়না
৯.) যেটা বহুবার আবৃত্তি করেছেন এমন কবিতার নামঃ-
"ব্যক্তিগত স্মৃতির স্তম্ভের পাশে দাঁড়িয়ে" প্রবাল কুমার বসুর লেখা
১০.) শীত প্রিয় নাকি বর্ষাঃ- শীত
আপনার কাছে কবি সুনীল গঙ্গোপাধ্যায়?
---->> কাছ থেকে দেখা, প্রবাদ-প্রতিম মানুষ। আমারও সৌভাগ্য উনার সাথে আমার আলাপ হয়েছে এবং উনার পরশ পেয়েছি। বাড়ির সাথে যাতায়াত আছে। তাঁর সাথে বার্লিনে কবিতা পড়া, জার্মানিতে যাওয়া বিশাল বড়ো পাওনা।
বাংলা সাহিত্য, বাংলা কাব্য, বাংলা যতদিন থাকবে সুনীল গঙ্গোপাধ্যায় "নীললহিত" এবং নীরা ততদিন থাকবে।
[ জলফড়িং-র জন্য আপনার বার্তা ]
শিল্পীঃ- একটা ওয়েব ম্যাগ যা প্রযুক্তিকে সহজ ভাবে গ্রহণ করেছে।
জলফড়িং আরও এগিয়ে যাক, পথ আরও সুগম হোক।
আমি পাশে আছি।
সৌমিত্র বাবু জলফড়িং-র পক্ষ থেকে আপনাকে প্রথমেই জানাই নমস্কার।
->> শিল্পীঃ- নমস্কার
১.) বাচিক শিল্পী সৌমিত্র ঘোষ ঠিক কবে থেকে বাচিক শিল্পী হয়েছে মনে আছে?
উঃ-আমি আজও বাচিক শিল্পী হতে পারিনি।
২.) এতো ব্যস্ততা আপনার, যখন তখন ডাক আসে আজ এখানে তো কাল ওখানে অনুষ্ঠানের জন্য। মাঝে নিজের জন্য কতটুকু সময় থাকে?
উঃ-যত ব্যস্ততা থাক না কেন সেই ব্যস্ততা টুকু তো আমার নিজের জন্য
৩.) যে কোনো লেখা কী আবৃত্তি করার যোগ্য?
উঃ-এক কথায় বলা মুশকিল। এটা নির্ভর করে অনেকটাই শিল্পীর ওপর।
৪.) একটি লেখা আবৃত্তির জন্য কতবার পড়ে সৌমিত্র ঘোষ?
উঃ-ওইভাবে ঠিক বলা যায়না।তবে বলতে পারি যত পড়বে ক্রমশ কবিতার ভেতরে ঢোকা যাবে।
৫.) আবৃত্তির জন্য পরিবেশ কতখানি প্রয়োজন? যেমন সব পরিবেশে গান হয়না।
উঃ-যেকোনো শিল্প পরিবেশনার জন্য অবশ্যই শান্ত পরিবেশ হওয়া উচিত।
৬.) শ্রীজাত নাকি সুবোধ সরকার কার লেখা আবৃত্তি করলে ভালো লাগবে আপনার?
উঃ-দুজনের লেখা আবৃত্তি করলে আমার ভালো লাগে।তবে অপেক্ষাকৃত শ্রীজাত'র কবিতা বেশি আবৃত্তি করি।
৭.) এখনকার দিনে ফেসবুক কবির চল খুব, এমন কোনো বেনামী ফেসবুক কবির নাম আপনার তালিকায় আছে কী যার লেখা আবৃত্তি করতে চান?
উঃ-আমি বেশিরভাগ অনামী কবির কবিতা পড়ি।
৮.) কোনো লেখা আবৃত্তি করা হলে কবিরা বলেন ধন্যবাদ আমার লেখার প্রাণ দেওয়ার জন্য। কী মনে হয় এই কথাটার অনুভব কেমন আপনার কাছে?
উঃ-কথাটি আংশিক সত্য কিন্তু সম্পূর্ণ নয়। কারণ আগে তো ভালো লেখা তারপর তো অন্যকিছু।
৯.) স্কুল জীবনের সবচেয়ে স্বরণীয় মুহূর্ত আপনার কাছে?
উঃ-স্কুল পালিয়ে নদীরঘাটে বসে থাকা( ইচ্ছামতী নদী)
১০.) আপনার চোখে ওয়েব ম্যাগের ভূমিকা কী? আপনার প্রিয় ওয়েব ম্যাগের নাম?
উঃ-ওয়েব ম্যাগের যথেষ্ট ভূমিকা আছে।ওইভাবে বলাটা ঠিক নয়। সব ম্যাগের একটা মূল্য আছে।
১১.)প্রথম পাওয়া পুরস্কার/ সম্মান? তার উপলব্ধি কেমন ছিল?
উঃ-যেকোনো সম্মান বা পুরস্কার অনেকখানি ভালো লেগে থাকে।প্রথম সম্মান মানে তো চিরদিন স্মৃতি পথে বিরাজ করে থাকে।
১২.) সৌমিত্র ঘোষ পপুলার মানুষ, শিল্পী ব্রততী বন্দোপাধ্যায় তাঁকে এই বছর বিজয়া বৈঠক বারবার দেখা গেল বড়ো পর্দায়, আপনাকে দেখলাম না কেন?
উঃ-বড়ো পর্দা বড়ো মানুষের জন্যে,প্রণাম্য মানুষের জন্য।এইটুকুই থাক আর বলতে চাইনা।
১৩.) যারা আবৃত্তি করছে আজকাল, যারা নতুন তাদের জন্য কিছু বার্তা।
উঃ-কবিতার প্রতি নিবেশিত হওয়া, কবিতাকে ভালোবাসা,কবিতার নান্দনিক দিকটা দেখা,কবিতার বাহ্যিক আরম্ভর থেকে দূরে থাকা।
১৪.) আবৃত্তি শিক্ষার জন্য স্কুল তৈরী হচ্ছে এ বিষয়ে আপনার মতামত। আবৃত্তির জন্য স্কুল কতখানি দরকারি?
উঃ-অবশ্যই প্রয়োজন কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে স্টুডেন্টের ওপর,সে নিতে কতটুকু পারবে।
১৫.) একটা বিরহের আবৃত্তি আর একটা প্রেমের আবৃত্তি একজন করছেন তাকে দু'ধরনের আবৃত্তির জন্য আপনার উপদেশ কী?
উঃ-এককথায় বলা মুশকিল, অবশ্যই তো আলাদাভাবে বাচনভঙ্গি এবং ezpretion থাকবে।
১৬.) আপনার খুব আনন্দের দিন আজকে এমন দিনে কোন আবৃত্তিটা করতে চান?
উঃ-অবশ্যই রবীন্দ্রনাথ বলব
১৭.) আপনার চোখ বন্ধ করে দেওয়া হলো আপনার সমানে দুটো চিরকূট রাখ হলো, বলা হলো একটি তুলুন আর বলে দেওয়া হলো একটা চিরকূটে অংশুমান করের লেখা আর অপরটিতে তুষারকান্তি রায়ের লেখা। আপনি তুললেন চোখ খোলা হলো দেখা গেল চিরকূটে তুষারকান্তি রায়ের লেখা, আপনি খুশি হবেন, নাকি মন থেকে ভাবছিলেন অংশুমান করের লেখাটি উঠে এলে ভালো হতো?
উঃ-☺ মনে মনে ভাবছিলাম অংশুমান দার লেখাটা
১৮.) আনন্দের শ্রীজাত ভালো নাকি সুখের দিনের?
উঃ-দুটোই ভালো
১৯.) আবহ সঙ্গীত কতখানি দরকারি আবৃত্তির জন্য?
উঃ-হলে ভালো হয় অলংকার হিসেবে তো ভালোই
২০.) আমাদের ওয়েব ম্যাগ "জলফড়িং" নিয়ে কি বলবেন?
উঃ-এইরকম কাজের প্রতি আমার শুভ কামনা রইল। ধারাবাহিক ভাবে এগিয়ে চলুক। অনেক শুভেচ্ছা রইল
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
| পছন্দের সবকিছু |
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
১.) প্রিয় রঙঃ-কালো
২.) প্রিয় খাবারঃ-ভাত,ডাল আলুপোস্ত
৩.) প্রিয় পোশাকঃ-জিন্স আর কুর্তা
৪.)প্রিয় কবিতাঃ-প্রেম
৫.) প্রিয় লেখিকাঃ-মহাশ্বেতা দেবী
৬.) প্রিয় গায়কঃ- শ্রীকান্ত আচার্য্য
৭.) প্রিয় বাংলা সিনেমাঃ- মনের মানুষ
৮.) প্রিয় গানঃ- গানই প্রিয় সেইভাবে বলা যায়না
৯.) যেটা বহুবার আবৃত্তি করেছেন এমন কবিতার নামঃ-
"ব্যক্তিগত স্মৃতির স্তম্ভের পাশে দাঁড়িয়ে" প্রবাল কুমার বসুর লেখা
১০.) শীত প্রিয় নাকি বর্ষাঃ- শীত
আপনার কাছে কবি সুনীল গঙ্গোপাধ্যায়?
---->> কাছ থেকে দেখা, প্রবাদ-প্রতিম মানুষ। আমারও সৌভাগ্য উনার সাথে আমার আলাপ হয়েছে এবং উনার পরশ পেয়েছি। বাড়ির সাথে যাতায়াত আছে। তাঁর সাথে বার্লিনে কবিতা পড়া, জার্মানিতে যাওয়া বিশাল বড়ো পাওনা।
বাংলা সাহিত্য, বাংলা কাব্য, বাংলা যতদিন থাকবে সুনীল গঙ্গোপাধ্যায় "নীললহিত" এবং নীরা ততদিন থাকবে।
[ জলফড়িং-র জন্য আপনার বার্তা ]
শিল্পীঃ- একটা ওয়েব ম্যাগ যা প্রযুক্তিকে সহজ ভাবে গ্রহণ করেছে।
জলফড়িং আরও এগিয়ে যাক, পথ আরও সুগম হোক।
আমি পাশে আছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন