বিস্মৃতি
সায়ন মোহন্ত
দেয়ালের ওপাশে কারা বলছে তারা ক্লান্ত;
জানি তারা ক্লান্ত হয়নি,
কুয়াশা কুপিয়ে ছুটতেও পারে।
ছায়া ভারি হয় না
শিকড় বা সমাধির পাশে থাকে না সূর্যমুখী
চিলি চিকেন খেতে খেতে কারা যেন ভুলে যায় অনাহারের কষ্টকে
স্টোর রূমে পড়ে থাকে ওদের রিক্ত ছবি
আমরা দ্বীপ চিন দ্বীপ দানি নয়
স্মৃতির হলদেটে পাতা খসে পড়ে।
সায়ন মোহন্ত
দেয়ালের ওপাশে কারা বলছে তারা ক্লান্ত;
জানি তারা ক্লান্ত হয়নি,
কুয়াশা কুপিয়ে ছুটতেও পারে।
ছায়া ভারি হয় না
শিকড় বা সমাধির পাশে থাকে না সূর্যমুখী
চিলি চিকেন খেতে খেতে কারা যেন ভুলে যায় অনাহারের কষ্টকে
স্টোর রূমে পড়ে থাকে ওদের রিক্ত ছবি
আমরা দ্বীপ চিন দ্বীপ দানি নয়
স্মৃতির হলদেটে পাতা খসে পড়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন