ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

উমা আর মেনকা
04, 11, 2018
© অঞ্জলি দেনন্দী, মম
যুগ বদলতে রয়।
উমা আর পূজোর সময়,
আসে না মেনকার বাড়ী।
পড়ে না নতূন শাড়ী।
বিদেশী পোশাক পড়ে,
আকাশ পথে দেয় পাড়ি।
এরোপ্লেনে চড়ে,
সে,
ওড়ে .......
মেনকা পথ পানে চেয়ে রয়।
উড়ে যায় বিদেশে।
সেখানে প্রোগ্রাম করে সে।
একমাস পরে ফিরে এসে,
দেশে,
হোয়াটস্যাপে মেসেজ সেন্ড করে মাকে।
হেল! মাই ডিয়ার মম!
রিয়েলি, আই মিসড ইওর হোম!
বিদেশে প্রোগ্রাম করে,
রূপীয়া পেলাম, লাখে লাখে লাখে...
ব্যাংক একাউন্ট গেছে ভরে।
মায়ের অশ্রু গাল বেয়ে নামতেই থাকে...
মেয়ে যে আধুনিকা আজ!
মায়ের চেয়েও মূল্যবান আজ,
তার কাজ!
মাও মেসেজ সেন্ড করে,
সুখে থাকিস, আপন ঘরে!
কর্ম সফল হোক, ঈশ্বরের বরে!
বড় মন ক্যামন করে,
তোদের সকলের তরে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন