নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

অক্ষর-চাষি
 (আব্দুল লতিফ মন্ডল)
শব্দ-মদে ডুবে থাকি,
         অজানা এক রোগ।
নাগরিকতা সয়না ধাতে,
চলে নিজেই নিজের খোঁজ।
এ মদে সত্য লাগে চোখে,
          কাটেনা কিছুতেই সে ঘোর।
শব্দ খুঁজে মরি আজ,
           ঝাপসা কুয়াশায়।
সত্য দেখে সব -
           গায়ে মাখব কবিতা।
লাঙল দিয়েছি আজ,
         আমার অক্ষর-ভূমিতে।
বিষ ঝাড়াতে চাই -
            ব্যস্ত  মানুষের।
(০৪.০৬.২০১৮)


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন