বুড়ো আর বুড়ি
রাজশ্রী রাহা চক্রবর্তী
এক এক ছিল বুড়ো আর এক বুড়ি । একদিন বুড়ো তার বুড়িকে বলল , - " চল বুড়ি , আমরা দেশান্তরে যাই ।"
বুড়ি বলল - " কোথায় যাব আমরা ? "
বুড়ো -- " যাব কোন এক জায়গায় যেখানে কোনো দুঃখ নেই , কষ্ট নেই ,আছে শুধু আনন্দ ।"
বুড়ি মুখ বেঁকিয়ে। বলল -- " তেমন জায়গা তো আছে শুধু সঙ্গেই , চল তবে , সেখানেই যাওয়া যাক , এতই যখন তোমার সাধ ।"
" ছি ছি বৌ , অমন করে বলে না । আসলে আমি একটা চাকরি পেলাম । ভাবছি আমরা দুটিতে যাই ।" বুড়ো বলল ।
" চাকরি ? দেশান্তরে ? কী যে বল ! এই বয়েসে ?" বুড়ি ভাবে বুড়ো বুঝি এবার পাগল হল !
" হ্যাঁ গো , ভূ- স্বর্গ । লোকে বলে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ । এখনও রাজা রানি রাজত্ব করে ।" বললে বুড়ো ।
" একটু একটু বুঝতে পারছি ।" বুড়ির মুখে হাসি ফোটে । আদুরে গলায় বলল ,-- " আমার কতদিনের স্বপ্ন !"
যথাসময়ে বুড়ো -বুড়ি তাদের স্বপ্নের দেশে পৌঁছে গেল । ছবির মত সাজানো সে দেশে সবাই হেসে কথা বলে , সত্যি কোনও মন খারাপ হয় না ।
কিন্তু একদিন বুড়ি পড়ল জ্বরে । নতুন দেশের ঠান্ডা বুড়ির সহ্য হল না ।
বুড়ি পাড়ি দিল আরও সুন্দর , অন্য এক অজানা দেশের পথে ।
বুড়ো , বুড়িকে বিদায় দিয়ে বলে , " আবার যদি জন্মাই আমার ওই মুখ বাঁকা বুড়িকে ই যেন ফিরে পাই ।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন