এই ছিল শেষ কথা
মনে পরে দিনটি ছিল
এক শরতের বিকেল,
তুমি, আমি আর সেই মাঠ
সে দিন তুমি আমায়
প্রথম জিজ্ঞাসা করেছিলে _
অন্নপূর্ণা তুমি আমায়
ছেড়ে যাবে না তো?
আমি বলেছিলাম __
যাব বলে তো হাত ধরিনি?
হাত ধরেছি থাকব বলে।
তোমার চোখই বলে দিয়েছিল
তুমি আমার কথায় আশ্বস্ত হয়েছিলে।
কিন্তু, বড় হওয়ার সাথে সাথে
বুঝতে শুরু করলাম _
তোমার আর আমার
কল্পনা, অভিরুচি
সবই আলাদা ।
বিশ্বাস কর তবুও চেষ্টা করেছিলাম
তোমার সাথে থাকবো বলে।
কিন্তু, তোমার একটা চাকরি
সব ওলোট পালোট করে দিল।
ওলোট পালোট করে দিল
গল্পের মোরটি।
বুঝিয়ে দিল _
প্রয়োজন ও প্রিয়জনের পার্থক্যটি।
আজ বেশ বুঝতে পারি
প্রিয়জন বলে কিছু নেই
সবই প্রয়োজন।
ভালোবাসার অস্তিত্ব নেই
অস্তিত্ব
কেবল ভালোলাগার।
তুমি ভালো থেকো, সুখে থেকো,
তোমার নতুন চাকরি, নতুন ঘর
মধুময় হোক।
হয়তো আবার দেখা হবে,
শরতের কোনো এক বিকেলে।
শুধু পাল্টে যাবে
সময়, পরিস্থিতি আর মানুষগুলি।
ভালো থেকো __
অন্নপূর্ণার লেখা তোমাকে শেষ চিঠি।।
মনে পরে দিনটি ছিল
এক শরতের বিকেল,
তুমি, আমি আর সেই মাঠ
সে দিন তুমি আমায়
প্রথম জিজ্ঞাসা করেছিলে _
অন্নপূর্ণা তুমি আমায়
ছেড়ে যাবে না তো?
আমি বলেছিলাম __
যাব বলে তো হাত ধরিনি?
হাত ধরেছি থাকব বলে।
তোমার চোখই বলে দিয়েছিল
তুমি আমার কথায় আশ্বস্ত হয়েছিলে।
কিন্তু, বড় হওয়ার সাথে সাথে
বুঝতে শুরু করলাম _
তোমার আর আমার
কল্পনা, অভিরুচি
সবই আলাদা ।
বিশ্বাস কর তবুও চেষ্টা করেছিলাম
তোমার সাথে থাকবো বলে।
কিন্তু, তোমার একটা চাকরি
সব ওলোট পালোট করে দিল।
ওলোট পালোট করে দিল
গল্পের মোরটি।
বুঝিয়ে দিল _
প্রয়োজন ও প্রিয়জনের পার্থক্যটি।
আজ বেশ বুঝতে পারি
প্রিয়জন বলে কিছু নেই
সবই প্রয়োজন।
ভালোবাসার অস্তিত্ব নেই
অস্তিত্ব
কেবল ভালোলাগার।
তুমি ভালো থেকো, সুখে থেকো,
তোমার নতুন চাকরি, নতুন ঘর
মধুময় হোক।
হয়তো আবার দেখা হবে,
শরতের কোনো এক বিকেলে।
শুধু পাল্টে যাবে
সময়, পরিস্থিতি আর মানুষগুলি।
ভালো থেকো __
অন্নপূর্ণার লেখা তোমাকে শেষ চিঠি।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন