তুমি ও আমি
শুভেন্দু চট্টোপাধ্যায়
দুচোখে অসংখ্য ট্রেন, বাস, গাড়ি
অনেক সুখের উপাদানগুলি
এক কালবৈশাখীর ঝড়ে স্মৃতির মগডালে
উড়ে এসে বসেছে।
কত ড্রপ, জলের ঝাপটা
না- না আর রেহাই নেই।
হাজার টাকার বান্ডিলগুলি উপহাস করছে।
হীরের আংটিটা আঙুলে না পরে চোখে পরেছি কেন?
"আমি" কে খুঁজতে খুঁজতে গবেষকরা বোধহয়
"তুমি" শব্দটাকে ঠোকরাতে ভুলে গেছে।
তবু 'তুমি' বেঁচে আছে- বেঁচে থাকবে
ছড়া, গান, কবিতা ও কল্পনায়।
তুমি ছাড়া তো ছড়াই হয়না।
মালবিকা ভয়ঙ্কর কষ্টের দিনে আমরা পাশাপাশি
"তুমি" ও "আমি" দের তুলনাই হয়না।
শুভেন্দু চট্টোপাধ্যায়
দুচোখে অসংখ্য ট্রেন, বাস, গাড়ি
অনেক সুখের উপাদানগুলি
এক কালবৈশাখীর ঝড়ে স্মৃতির মগডালে
উড়ে এসে বসেছে।
কত ড্রপ, জলের ঝাপটা
না- না আর রেহাই নেই।
হাজার টাকার বান্ডিলগুলি উপহাস করছে।
হীরের আংটিটা আঙুলে না পরে চোখে পরেছি কেন?
"আমি" কে খুঁজতে খুঁজতে গবেষকরা বোধহয়
"তুমি" শব্দটাকে ঠোকরাতে ভুলে গেছে।
তবু 'তুমি' বেঁচে আছে- বেঁচে থাকবে
ছড়া, গান, কবিতা ও কল্পনায়।
তুমি ছাড়া তো ছড়াই হয়না।
মালবিকা ভয়ঙ্কর কষ্টের দিনে আমরা পাশাপাশি
"তুমি" ও "আমি" দের তুলনাই হয়না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন