ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

আমন্ত্রিত

আলাপী মন ওয়েব ম্যাগ থেকে

১.)চিলে কোঠার আড়ালে
   অমল দাস

তারা তুই মেঘে ঢেকে গেলি এতই!
আমি নিরালায়, চিলেকোঠার আড়ালে;
একবার দেখার ফুরসত নেই!
মাঠে দূর দিগন্তে আকাশ মিশে যায়,
একরাশ ক্ষোভ উগরে সন্ধ্যা ঘনায়।
পাখিরা ডানা মেলে নিজ ঘরে ফেরে,
আমায় জানায় বিদায়, হয়তো ফের কাল!
ব্যস্ত রাস্তার ভিড়ে, ট্রেনে বাসে, সমাবেশে
নিজেকে খুঁজি মিছে আলেয়ায়।
গ্রামের মেঠো গলিপথে সেই বাঁশঝাড়েরা -
আজও আমায় দেখে অট্টহাসি হাসে।
শতাব্দী প্রাচীন জীর্ণতা ঘিরে আমায়,
এখনো আছি! ইতিহাস হতে বাকি!
সূর্যের মোকাবিলা করে দিনের আলোয় খুঁজি তোকে,
রাতে হারিয়ে যাই অজস্র আলোর ভিড়ে।
উত্তাল সমুদ্রে জাল ফেলি ।
শুনেছি সেখানেও তারামাছ থাকে!
বড্ড ইচ্ছে হয়, জানতে সেও কি তোর মত?
*************************

2.)
স্বপ্নের উজানে
(✍ রুদ্র প্রসাদ ।)

রঙিন, বাহারী কষ্টে কল্পিত সাগরের উপকূলে,
অবদমিত কামনা অকারণে অহরহ ঢেউ তুলে;
ভেতরে দহন জ্বালা ঈর্ষাপরায়ণতার তাড়নায়,
বাইরে? নেহাতই দেখানো, বিনিময় শুভেচ্ছায়।
ভেঙে দোর বেরিয়েছে হিংস্র সব শ্বাপদ ‘আশ’,
সুলুকসন্ধান ছাড়াই ফুঁসছে বিপুল সুখোচ্ছাস!
আশা নিরাশার বৈতরণীর বুকে অলীক ঝাঁজে,
অবচেতনে সংজ্ঞাহীনতা, ফেনিল সুখের মাঝে।
জোটে রোজের নিষ্কাম হতাশায় আঁধার প্রাপ্তি,
নিষ্ফল আক্রোশেই কদর্য নির্ধারিত প্রতিলিপি!
লাভের লোভেই রূপোর কড়িটা সমানে লাফায়,
আলোর সোনায় ক্ষুধার্ত গাঙচিল ডানা মেলায়।
সময়ের আবর্তনে হারিয়ে যায় লক্ষ তারা, চাঁদ,
অরুণালোকে উষ্ণতা ছাড়া যেন সবই বরবাদ!
নিত্য পরিবেষ্টিত, বড়ই নিষ্ঠুর জীবন নাগপাশ,
সকাশে অনাহূত, একাই গুমরে মরে অবকাশ!
অসীমের সীমানার খোঁজে চেয়ে আকাশ পানে,
দিগন্তের সীমারেখা ছুঁয়ে, অস্ফুটে কানে কানে;
অশান্ত নিথরতায় রহস্যাবৃত, অজানার অতলে,
মনের খাঁচায় বন্দী পাখিটা কতই না কথা বলে।
প্রতিকূল পরিবেশেই সঙ্গমের অনুলিপি প্রদান,
সুন্দর কল্পনার প্রতিভাসে নিরন্তর প্রয়াসী প্রাণ;
চড়াই উতরাই পেরিয়ে সাকার হবে প্রতিবেদনে,
মিলন একদিন নিশ্চিত, সেই কাঙ্ক্ষিত উজানে ।।
*************************

 3.)
 আপন খেয়ালে
 রীণা চ্যাটার্জী

পথিক তুমি চলতে পারো খেয়াল খুশীর সাঁঝে,
পথ তোমায় বাঁধবে না  তোমার খেয়াল মাঝে।
জীবন তুমি বইতে পারো প্রশ্ন নদীর গায়ে;
উত্তর তুমি পাবে না জেনো কেউ নেবে না দায়।
মন তুমি সাজতে পারো নিজের খুশীর রঙে,
কেউ দেবে না আবীর জেনো তোমার মনের রঙে।
ভালোবাসার রঙে তুমি রাঙাও নিজের প্রাণ,
মান চেয়ো না, তা পাবে না, দেবে না এই ভূবন।

পৃথিবী আজ বড়ো অসহায় রোদনে ভারাক্রান্ত;
স্বার্থ সিদ্ধি খোঁজের নেশায় দিন যে অতিক্রান্ত।
পথিক তুমি ভাবছো বুঝি কেউ বাড়াবে হাত,
কাছে থেকে তোমার ব্যথায় জাগবে সারারাত?
কে ডাকবে? কে ভাববে? কে বাড়াবে হাত?
ব্যস্ত যে আজ সবাই, দেবে না তো কেউ সাথ,
একলা চলো নীতি যে আজ জীবনেরই মানে;
এই আপ্তবাক্য বরণ করো জীবনের এই ক্ষণে।
*************************

# 'আলাপী মন' দৈনিক ই-ম্যাগাজিনের পক্ষ থেকে "জল ফড়িং"-এর শুভ জন্মক্ষণের শুভেচ্ছা...💐
              -------------





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন