ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

আমন্ত্রিত

সপ্তাশ্ব পত্রিকা থেকে

1.)
তুমিও বোঝো🌿
     ----নীলমেঘ

নারী, তুমি অবলা নও।
তোমার পরাধীনতা-তোমার অনুভূতি-তোমার আবেগ--- আমি বুঝি।
মানি তোমায়, স্বীকার করি তোমার না বলা কথা।

তিতলির মত তোমার ইচ্ছেগুলো ছুঁতে চায় না ফোটা ফুলের গভীরতা।
জোর করে তা খাঁচায় বন্ধ করব! --- না না তেমন পুরুষ আমি নই।

টুপ টুপ করে ঝরে পড়া সজনে ফুলের মত তোমার দুঃখগুলো---
ভাসিয়ে দেব, --- ওই দূরের নদীটাতে।

সকালের শিশির ধোওয়া শালিকের ডানার মতো তোমার খুশীতে---
গোধূলির বুক চিরে আনা একগুচ্ছ গোলাপের গন্ধ, --- মিশিয়ে দেব।

তোমার পদ্মপাপড়ি বুকে জমে থাকা প্রেমে---
খুঁজে নেব, --- আমার শান্তি, সুখের ঠিকানা।

তোমার ইচ্ছে-তোমার দুঃখ- তোমার খুশী- তোমার প্রেম--একান্তই আমার।

নারী, তুমি মেয়ে- তুমি প্রিয়া- তুমি স্ত্রী-তুমিই মা!
আমি তোমায় বুঝি।
আমি পুরুষ--- তুমিও আমায় বোঝো।
                 -------------
2.)
গনতন্ত্রের গ্রীণল্যান্ড

---- শ্রীনীল


একটা এশিয়া- আমার দুঃখ
একটা প্রশান্ত- আমার স্বপ্ন
একটা কাস্পিয়ান-আমার কান্না

একটাই গ্রীণল্যান্ড ---
পামিরের আকাশ থেকে,
গড়তে গড়তে শত সহস্রবার ভেঙে পড়া চাঁদ
আবারো মুখ তুলে চায়, প্রতিরাত
আবার ভেঙে পড়া ......
হাইড্রোজেন ভালোবাসা নিয়ে
কাস্পিয়ানের বাষ্পায়ন হয় না কোনোদিন,
তাই আমার চাঁদ রঙীন বোতলে ডুব দিয়ে
আকাশে ছড়িয়ে দেয় সুগন্ধি অ্যালকোহল

আমার চাঁদ কঙ্গোর মাটি দিয়ে গড়ে
মানুষ খেকো মনুষ্যত্বের মূর্তি।
আমার চাঁদ মেরু বরফের শাড়ীতে
বাঁচাতে পারে ইয়েতি মেয়ের ইজ্জত।
অ্যাঞ্জেলের জলধারায় পা ভিজিয়ে
কখনো এঁকে দেয় গনতন্ত্রের গ্রীণল্যান্ড।

তাই চাঁদের লোভে, বারবার
টিকটিকি জীবনের প্রসূক্তা আত্মহত্যাই ---
একটা এশিয়া, একটা প্রশান্ত
একটা কাস্পিয়ান  ...


(সপ্তাশ্ব )



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন