ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

বেলার অনুরাগ
এস. কে. এম মিজানুর রহমান

ফুরন্ত বিকেলে
দিন গুলো হামাগুড়ি খেয়ে হচ্ছে সেকেলে
অভিমানে কেটে যায়
সমাপ্তির মহিমায়।

চুড়ান্ত চুঁচুড়ায়
পাখা মেলে উড়ে যায়
একটানা বসে বসে
মন যেন খসে যায়।

সততার সত্যতা
নিগুড়ো কথ্যতা
আকাশের আকবরে
মরা মন মরে যায়, পরিণত যাযাবরে।

তখনই সৃষ্টির কুলগ্ন হতে
বিকেলটা ফুরিয়ে বসে অসহ্য দিনের স্রোতে ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন