ফিনিক্স
-মধুমিতা নস্কর
জ্যোৎস্না ভেজা পথ পেরিয়ে
সত্যিই যদি আবার কখনও
ফিরে আসতে ইচ্ছে হয়,
অলৌকিক রাতের হাত ধরে,
আমাকে পাবে কি খুঁজে,
সেদিনের ফেলে যাওয়া
দগ্ধ নিঃশেষ জতুগৃহে!
অশ্রুপ্রপাতে ভাসমান জীবন্ত আগুন
রেখাচিত্রে আঁকছি
মাখছি কঙ্কালে।
30°মাইনাস শীতে ঘামে ভিজে পুরো শরীর
হাতপাখার খোঁজ অনন্ত বরফে।
অদূরে দাঁড়িয়ে কোন শুভাকাঙ্ক্ষী,
না তুমি নও,এক মলীন আত্মার ছায়া!
অসুখী ফুল ভোর খোঁজে বালিশের ভাঁজে,
হটাৎ জ্যোৎস্নার ফাঁকফোকর পেরিয়ে
উড়ে যায় হলুদ অক্ষয় ফিনিক্সের সাথে।
ভুমিকম্পে ধ্বসছে জতুগৃহের দক্ষিন দেওয়াল,
ধুলোঝড়,উড়ছে ধুমকেতু,নীহারিকার দল।
ওই আসছে হড়পাবাণ,অন্ধকার।
আসতেই,ওইতো দেখা যাচ্ছে,
অন্ধকারের টুঁটি চেপে ধরছে
তোমার অশ্লীল কনীনিকা,
মৃত্যুরা ছারখার!
কর্নিয়াতে আবদ্ধ অন্ধকার,
রেটিনা ঢালছে রক্তজ্যোৎস্না!
পথ ভিজছে!
দূরে ঘনীভূত রহস্য,বুঝতে চাইনা।
শুধু বুঝতে চাই আমায় না পাওয়ার বেদনা,
জ্যোৎস্না,তোমার হৃদয়!!
-মধুমিতা নস্কর
জ্যোৎস্না ভেজা পথ পেরিয়ে
সত্যিই যদি আবার কখনও
ফিরে আসতে ইচ্ছে হয়,
অলৌকিক রাতের হাত ধরে,
আমাকে পাবে কি খুঁজে,
সেদিনের ফেলে যাওয়া
দগ্ধ নিঃশেষ জতুগৃহে!
অশ্রুপ্রপাতে ভাসমান জীবন্ত আগুন
রেখাচিত্রে আঁকছি
মাখছি কঙ্কালে।
30°মাইনাস শীতে ঘামে ভিজে পুরো শরীর
হাতপাখার খোঁজ অনন্ত বরফে।
অদূরে দাঁড়িয়ে কোন শুভাকাঙ্ক্ষী,
না তুমি নও,এক মলীন আত্মার ছায়া!
অসুখী ফুল ভোর খোঁজে বালিশের ভাঁজে,
হটাৎ জ্যোৎস্নার ফাঁকফোকর পেরিয়ে
উড়ে যায় হলুদ অক্ষয় ফিনিক্সের সাথে।
ভুমিকম্পে ধ্বসছে জতুগৃহের দক্ষিন দেওয়াল,
ধুলোঝড়,উড়ছে ধুমকেতু,নীহারিকার দল।
ওই আসছে হড়পাবাণ,অন্ধকার।
আসতেই,ওইতো দেখা যাচ্ছে,
অন্ধকারের টুঁটি চেপে ধরছে
তোমার অশ্লীল কনীনিকা,
মৃত্যুরা ছারখার!
কর্নিয়াতে আবদ্ধ অন্ধকার,
রেটিনা ঢালছে রক্তজ্যোৎস্না!
পথ ভিজছে!
দূরে ঘনীভূত রহস্য,বুঝতে চাইনা।
শুধু বুঝতে চাই আমায় না পাওয়ার বেদনা,
জ্যোৎস্না,তোমার হৃদয়!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন