নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

আমন্ত্রিত

সবুজ সাথি থেকে

ভাবনা // বিধান সাহা

এভাবে ভাবতে চাই নি
তবু ভাবনার উপর
ভর দিয়ে দাঁড়ালো
প্রাণের সৌন্দর্য
নতুন প্রেরণার
আলম্ব বিন্দু হয়ে
চেতনার রঙিন
উচ্ছ্বাস ভেসে গেল
আরও রঙ ছড়িয়ে
জীবনের প্রতিটি মুহূর্ত
মোহময় হয়ে উঠলো
অতি উৎসাহিত
আবেগের সচল হাত ধরে ......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন