ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

বিভাগ : কবিতা


আলো হয়ে জ্বলে
-------------------------
-------------------------
@ তপময়

জীবনের বেড়ে চলা বছরের ভিড়ে-
বন্ধুরা আজো ঠিক ছুঁয়ে ছুঁয়ে চলে...
মনে আছে রূপকথা, রোদেলা দুপুর,-
মনে আছে মাঠ আর স্কুলবাড়ি,
আত্মজ আজ সেই ক্লাসরুমে যায়;
মন সেই কৈশোরে দিতে চায় পাড়ি..

মাঝবয়েসের এই হিসেব খাতায়,
চাওয়া-পাওয়া গরমিল সালতামামী,
শুধু সেই বন্ধুতা আজো ডাক দেয়-
ছুটে ফিরি স্কুলঘরে কৈশোর  "আমি"..

ফিরে যেতে চাইলেই ফেরা যায় বুঝি?
কত পথ হাঁটা হল,কত পথ বাকি
শুধু জানি একা নই তোরাও আছিস
ক্যানভাস জুড়ে তাই "বন্ধুতা" আঁকি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন