উন্মনা লিটিল ম্যাগাজিনের পক্ষ থেকে
১.জলফড়িং এর জন্মদিনে
ভারতী ধর
জলফড়িং এর প্রথম জন্ম জয়ন্তী বাসরে
উৎসাহের অভিনন্দন অভিসার,
শেকড়ে শেকড়ে শিরায় শিরায় আত্মীয়বৎ যারা
এনেছে শুশ্রুষার উপহার ।
কেউ বা এনেছে ছন্দে ছন্দে
কেউ বা আবার গদ্যে আনন্দে,
আশার কমনীয় অনুসন্ধানের পথে
প্রবল প্রণয়ের আকর্ষণ ।
বিচিত্রগামী সর্বত্রগামী পথের
যতই বৈচিত্র্য থাক না
সবই মালিন্য তাড়ানো,অন্তর মেশানো
অন্তরের নিঃসংকোচ আভরণ ।
চড়াই উৎরাই পথ,গলিপথ হলে হোক না
তক্তাপোষ বিশ্বাসের আখড়ার উপবন,
আস্বাদে ,শ্রদ্ধায়,হৃদ্যতায়, আলিঙ্গনে
মহামিলনের ঐক্যবন্ধন।
আজ জন্মদিনের শুভলগ্নে জলফড়িং এর
প্রেরণার ইচ্ছাপূরণ
দিনে দিনে বেড়ে চলুক জলফড়িং এর
স্বপ্নের উৎসের উদ্যান ।
২.)
আরোগ্য # বিনয় হাজরা
আমার একটা পুরনো রোগ আছে
অনেক দিনের ।
একটা কলম একটু কাগজ
আর মাঝে মাঝে হাফ কাপ চা
এসবই ওষুধ আর কিছু উপাহার ।
আরোগ্যে ভূমিষ্ঠ হয় কবিতা আমার ।
(উন্মনা)
১.জলফড়িং এর জন্মদিনে
ভারতী ধর
জলফড়িং এর প্রথম জন্ম জয়ন্তী বাসরে
উৎসাহের অভিনন্দন অভিসার,
শেকড়ে শেকড়ে শিরায় শিরায় আত্মীয়বৎ যারা
এনেছে শুশ্রুষার উপহার ।
কেউ বা এনেছে ছন্দে ছন্দে
কেউ বা আবার গদ্যে আনন্দে,
আশার কমনীয় অনুসন্ধানের পথে
প্রবল প্রণয়ের আকর্ষণ ।
বিচিত্রগামী সর্বত্রগামী পথের
যতই বৈচিত্র্য থাক না
সবই মালিন্য তাড়ানো,অন্তর মেশানো
অন্তরের নিঃসংকোচ আভরণ ।
চড়াই উৎরাই পথ,গলিপথ হলে হোক না
তক্তাপোষ বিশ্বাসের আখড়ার উপবন,
আস্বাদে ,শ্রদ্ধায়,হৃদ্যতায়, আলিঙ্গনে
মহামিলনের ঐক্যবন্ধন।
আজ জন্মদিনের শুভলগ্নে জলফড়িং এর
প্রেরণার ইচ্ছাপূরণ
দিনে দিনে বেড়ে চলুক জলফড়িং এর
স্বপ্নের উৎসের উদ্যান ।
২.)
আরোগ্য # বিনয় হাজরা
আমার একটা পুরনো রোগ আছে
অনেক দিনের ।
একটা কলম একটু কাগজ
আর মাঝে মাঝে হাফ কাপ চা
এসবই ওষুধ আর কিছু উপাহার ।
আরোগ্যে ভূমিষ্ঠ হয় কবিতা আমার ।
(উন্মনা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন