জন্মে জন্ম এক (কবিতা)
কবিতার দিন/অমিতাভ দাস
এরপর কলঘরে গিয়ে উদযাপন,কখনও কল খুলে মাথা চেপে ধরে ধারাস্নান,কখনও কান্নার বেগ সামলাতে হাত চেপে ধরে মুখ,রাতজাগা লালচে চোখ আর ক্লান্ত শরীর ভেঙে পড়তে গিয়েও সোজা হয়ে দাঁড়ায় সদ্য লাভ করা মাতৃত্বের গর্বে।
বার বার স্পর্শ সন্তানের পবিত্র শরীর,বুকের নদী ছাপিয়ে যায় দুকুল।আমার সন্তান,আমার নাড়ি ছেঁড়া ধন,ভাবনায় স্নেহসিক্ত হতে হতে মা বুকে তুলে নেন আত্মজকে।
কবি বুকে তুলে নেন কবিতা!
দিনটা তখন কবিতার দিন!
(অমিতাভ দাস
40/এ বাকসাড়া রোড,বাকসাড়া,হাওড়া - 711110
মোবাইল - 9836632743)
কবিতার দিন/অমিতাভ দাস
এরপর কলঘরে গিয়ে উদযাপন,কখনও কল খুলে মাথা চেপে ধরে ধারাস্নান,কখনও কান্নার বেগ সামলাতে হাত চেপে ধরে মুখ,রাতজাগা লালচে চোখ আর ক্লান্ত শরীর ভেঙে পড়তে গিয়েও সোজা হয়ে দাঁড়ায় সদ্য লাভ করা মাতৃত্বের গর্বে।
বার বার স্পর্শ সন্তানের পবিত্র শরীর,বুকের নদী ছাপিয়ে যায় দুকুল।আমার সন্তান,আমার নাড়ি ছেঁড়া ধন,ভাবনায় স্নেহসিক্ত হতে হতে মা বুকে তুলে নেন আত্মজকে।
কবি বুকে তুলে নেন কবিতা!
দিনটা তখন কবিতার দিন!
(অমিতাভ দাস
40/এ বাকসাড়া রোড,বাকসাড়া,হাওড়া - 711110
মোবাইল - 9836632743)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন