প্রতিশ্রুতি
................. লিটন দাস
তুমি আমায় দাওনি তো প্রেম
কেন আঘাত দিলে মোরে.।
তোমার তো কোনো করিনি ক্ষতি
কেন সর্বস্ব নিলে কেড়ে...।।
মোর ভালবাসায় স্নাত হয়ে
তৃপ্ত হয়েছ তুমি...।
মিলন আবিরে রাঙ্গিয়ে তোমায়
শুধুই দিয়েছি আমি...।।
আমার অঙ্গে ভর করে তুমি
মেলেছো ডানা সংসারে...।
আমার পালের হাওয়ায় তুমি
ভাসিয়েছো ভেলা সাগরে..।।
হাতে হাত রেখে বলেছিলে মোরে
ভালবাসবে আজীবন...।
মোদের মিলনে হাসবে আবার
চৈতি চন্দ্র কিরন ......।।
আজ কেন বিস্মৃত তুমি
সেদিনের প্রতিশ্রুতি...।
সময়ের স্রোতে কেন ভেসে গেল
প্রথম দিনের স্মৃতি....।।
................. লিটন দাস
তুমি আমায় দাওনি তো প্রেম
কেন আঘাত দিলে মোরে.।
তোমার তো কোনো করিনি ক্ষতি
কেন সর্বস্ব নিলে কেড়ে...।।
মোর ভালবাসায় স্নাত হয়ে
তৃপ্ত হয়েছ তুমি...।
মিলন আবিরে রাঙ্গিয়ে তোমায়
শুধুই দিয়েছি আমি...।।
আমার অঙ্গে ভর করে তুমি
মেলেছো ডানা সংসারে...।
আমার পালের হাওয়ায় তুমি
ভাসিয়েছো ভেলা সাগরে..।।
হাতে হাত রেখে বলেছিলে মোরে
ভালবাসবে আজীবন...।
মোদের মিলনে হাসবে আবার
চৈতি চন্দ্র কিরন ......।।
আজ কেন বিস্মৃত তুমি
সেদিনের প্রতিশ্রুতি...।
সময়ের স্রোতে কেন ভেসে গেল
প্রথম দিনের স্মৃতি....।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন