প্রতিদান
সমরেশ পর্বত
একদিন ডিম ফুটে জন্ম হলো
ছোট্ট ছানা পাখি,
বুক দিয়ে আগলে তারে
একুশ দিন রাখি।
পরম যতনে প্রতিদিন তারে
করে লালন পালন,
গাছের কোঠরে থাকে সেতো
কত ছোট্ট সে জীবন।
বেড়ে ওঠে ধিরে ধিরে
জননী মায়ের কোলে,
মাস খানেক পার হলে
চেয়ে দেখে মুখ তুলে।
খিদে যখন পায় তার
মুখে করে আওয়াজ,
পাখনা মেলে উড়ে যায়
খাবারের সন্ধানে আনাচে-কানাচ।
আর একটু বড়ো হলো যখন
ডানায় গজালো পালোক,
দুষ্টুমি তার বেড়ে গেলো
উড়তে শেখার ঝোঁক।
শিখল যখন পুরো পুরি
ভুলে গেলো সে বাসা,
রইলো না কিছুই দাম
মায়ের ভালোবাসা।
সমরেশ পর্বত
একদিন ডিম ফুটে জন্ম হলো
ছোট্ট ছানা পাখি,
বুক দিয়ে আগলে তারে
একুশ দিন রাখি।
পরম যতনে প্রতিদিন তারে
করে লালন পালন,
গাছের কোঠরে থাকে সেতো
কত ছোট্ট সে জীবন।
বেড়ে ওঠে ধিরে ধিরে
জননী মায়ের কোলে,
মাস খানেক পার হলে
চেয়ে দেখে মুখ তুলে।
খিদে যখন পায় তার
মুখে করে আওয়াজ,
পাখনা মেলে উড়ে যায়
খাবারের সন্ধানে আনাচে-কানাচ।
আর একটু বড়ো হলো যখন
ডানায় গজালো পালোক,
দুষ্টুমি তার বেড়ে গেলো
উড়তে শেখার ঝোঁক।
শিখল যখন পুরো পুরি
ভুলে গেলো সে বাসা,
রইলো না কিছুই দাম
মায়ের ভালোবাসা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন