ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

বিভাগ -- কবিতা
শিরোনাম -- সামনের পথ
কলমে-- পারমিতা চ্যাটার্জী

পথ চলেছিলাম একা--
পথেই দেখা তোমার সাথে --
পরিচয় হয়েছিল বাসস্ট্যান্ডে
তারপর রোজ হত দেখা--।
শুরু হল আলাপচারিতা --
তার থেকে বন্ধুত্ব --
বন্ধুত্ব গভীর থেকে গভীরতম --
একসময় বললে ভালোবেসে ফেলেছি হাত ধরেছিলে- সেদিন সাঁঝের বেলায়--
নীরবে নিভৃতে এক নির্মল ভালোবাসার স্পর্শ
ছড়িয়ে দিয়েছিলে আমার না পাওয়া অন্তরে--
সাঁঝেরবেলায় বুঝিনি এ স্পর্শ শুধু বেদনার রঙ--।ভালোবাসা শব্দটা হয়তো না বুঝেই বলেছিলে--তাই বন্ধন টা কেটে দিতে বেশি সময় লাগেনি--।
আজও আমি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে --
বাসের অপেক্ষায় --
শুধু কারও সাথে আর মিথ্যে বন্ধুত্বে জড়াইনা--
নিঃশব্দে চলে যাই নিজের কর্মস্থলে --
রাতে ঘুমোবার সময় লাগে ডিপ্রেশনের ওষুধ --
পুরানো কিছু মিথ্যে স্মৃতিকে মুছে ফেলার জন্য --
আমি ভালোই আছি- চলছি জীবন পথের না না বাঁক ধরে--
এগিয়ে যাই শুধু এগিয়ে যাই -- পা দুটো থামতে শেখেনি --।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন