তোমাকে –
সূর্য সেনগুপ্ত
আমি যে ভালবাসি
অনেক, অশেষ
এই তো বেশ –
হৃদয়ের সব কটা জানালা খুলে দিয়ে
উড়িয়ে দাও প্রেয়সীর কেশ।
বাসনার পতাকার মত,
ছুঁড়ে দাও আবেগে সিক্ত চুম্বনের যত –
বকুল ফুলের সুবাসে
ওরা হেসে ফিরিয়ে দেবে সেই চুম্বন প্রিয়তমার ঠোঁটে
তখনই তো চাঁদ ওঠে,
ফুল ফোটে।
তখনই তো কোন এক খাত বুজে যাওয়া নদী
ভেসে যাবে সাঁড়াসাঁড়ি বানে,
তার টানে ভেসে যাবে আর সব কিছু,
যাহা আছে কম কিম্বা অনেক বেশী
শুধু বাকি রবে প্রেয়সীর হাসি
আমি যে ভালবাসি।
সূর্য সেনগুপ্ত
আমি যে ভালবাসি
অনেক, অশেষ
এই তো বেশ –
হৃদয়ের সব কটা জানালা খুলে দিয়ে
উড়িয়ে দাও প্রেয়সীর কেশ।
বাসনার পতাকার মত,
ছুঁড়ে দাও আবেগে সিক্ত চুম্বনের যত –
বকুল ফুলের সুবাসে
ওরা হেসে ফিরিয়ে দেবে সেই চুম্বন প্রিয়তমার ঠোঁটে
তখনই তো চাঁদ ওঠে,
ফুল ফোটে।
তখনই তো কোন এক খাত বুজে যাওয়া নদী
ভেসে যাবে সাঁড়াসাঁড়ি বানে,
তার টানে ভেসে যাবে আর সব কিছু,
যাহা আছে কম কিম্বা অনেক বেশী
শুধু বাকি রবে প্রেয়সীর হাসি
আমি যে ভালবাসি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন