পদক্ষেপ লিটিল ম্যাগাজিনের পক্ষ থেকে
১.)
পাখিটা
শ্রী আশীষ মুখোপাধ্যায় ।
আমার হৃদয়ের যত খবর রাখে
গোপনবাসী একটি পাখি
নিশুতি সূপ্তিতে ও একা জেগে থাকে
আপন জগতে স্বাধীন সুখী ।
আমার হিয়ার ঝর্ণাধারায় পুষ্টি খোঁজে
পিপাসায় জল ,ক্ষুধার দানা
হৃদয় আকাশে পাখা মেলে দিতে ওড়ে
শেকল খাঁচার নেইকো মানা ।
আমার হৃদয়ের নির্ধুম আকাশ খোলা
ওখানেই বনচ্ছায়ার শীতল ঘর ,
কখনো জাগায় , ঘুমদেশে নিয়ে যায়
শিশে তোলে সুরসঙ্গীতে আসর ।
গোপন পাখিটা আমাকেই দেখে বোঝে
নেয় নাকো অন্য কারোর দর্পণ
নিজের আবেগে আবেশে গড়ে পৃথিবী
সে যে তার একান্ত নিজস্ব দর্শন ।
যত সুখ দুঃখের ইতিহাস নখদর্পণে তার
জানে বুকের স্পন্দন প্রতিটা
কোজাগরী পৃথিবীর খবর এনে দেয় সে
মন্বন্তরের খবর ও দেয় পাখিটা ।।
২.)
যন্ত্রণা সুখ
এস এম দাউদ আলি
যন্ত্রণা গুলো ফাঁসজাল হয়ে
নৌকায় বাঁধা
ফাঁক দিয়ে তার
বয়ে যায় সময় নদী
এ তীরে ভিড়েনা বসন্ত বায়ু
যন্ত্রণা সুখ মেখে
পথ চলা!
১.)
পাখিটা
শ্রী আশীষ মুখোপাধ্যায় ।
আমার হৃদয়ের যত খবর রাখে
গোপনবাসী একটি পাখি
নিশুতি সূপ্তিতে ও একা জেগে থাকে
আপন জগতে স্বাধীন সুখী ।
আমার হিয়ার ঝর্ণাধারায় পুষ্টি খোঁজে
পিপাসায় জল ,ক্ষুধার দানা
হৃদয় আকাশে পাখা মেলে দিতে ওড়ে
শেকল খাঁচার নেইকো মানা ।
আমার হৃদয়ের নির্ধুম আকাশ খোলা
ওখানেই বনচ্ছায়ার শীতল ঘর ,
কখনো জাগায় , ঘুমদেশে নিয়ে যায়
শিশে তোলে সুরসঙ্গীতে আসর ।
গোপন পাখিটা আমাকেই দেখে বোঝে
নেয় নাকো অন্য কারোর দর্পণ
নিজের আবেগে আবেশে গড়ে পৃথিবী
সে যে তার একান্ত নিজস্ব দর্শন ।
যত সুখ দুঃখের ইতিহাস নখদর্পণে তার
জানে বুকের স্পন্দন প্রতিটা
কোজাগরী পৃথিবীর খবর এনে দেয় সে
মন্বন্তরের খবর ও দেয় পাখিটা ।।
২.)
যন্ত্রণা সুখ
এস এম দাউদ আলি
যন্ত্রণা গুলো ফাঁসজাল হয়ে
নৌকায় বাঁধা
ফাঁক দিয়ে তার
বয়ে যায় সময় নদী
এ তীরে ভিড়েনা বসন্ত বায়ু
যন্ত্রণা সুখ মেখে
পথ চলা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন