নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

শ্রাবণের রাত
জাফর সাদিক

শ্রাবণের রাত
পথ হারিয়ে পথের সন্ধানে
পথচারী
থেকে থেকে দমকা হাওয়ার তালে
জীর্ণ ছাতাটি
ঝুলন্ত বাদুড়ের মতো নত জানু
মাঝে মাঝে বিদ্যুতের চমকানি
থমকে যেয়ে আবার চলা
কিন্তু কোথে?
গন্তব্যের নাম? """""

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন