ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮

"বান্ধবীসুখ"গানের রিভিউ



অনিকেত দাসের লেখা আর শুভ্রজিৎ পন্ডার গাওয়া "বান্ধবীসুখ" সত্যি করেই একটা অন্যরকম ভালোলাগার গান।
শুধু উঠতি বয়স নয়, যেই দেখবে প্রায় ৯৭% মানুষের কাছে এটা একটা  স্মৃতি মনে পড়ার গল্প হয়ে যাবে।
খুব সুন্দর একটা গান আর গানের সাথে সাথে
খুব ফুটফুটে দুটো ছেলে-মেয়ের অভিনয় যা পুরো ব্যাপারটা বুঝিয়ে দিতে কমতি রাখেনি।

সেই একটা বটগাছ তার গায়েই তাদের গল্প জমে ওঠে রোজ, ছেলেটার তেল চিটচিটে চুলটা একদম বাজে লাগে তার বান্ধবীর। তা অবশ্য লাগারই কথা তাও কেন জানি না সে তার তেল চিটচিটে চুলে হাত দেয়। কিন্তু কিছু করার নেই, ছেলেটা কবিতা লেখে আর কবিতা লেখা ছেলেরা তো এরকমটাই হয়, সে যাগগে, ছেলেটার বান্ধবী তাতে কোনো আপত্তি করেনি খুব একটা  উল্টে তাকে মেনে নিয়েছে হাসিমুখে, ভালোবেসে বলেছে, হ্যাঁ ঠিক আছে, চলবে কোনো ব্যাপার না। বুঝতেই পারছেন যেমনটা হয় সাধারণত। বেশ ভালোভাবেই সব কিছু চলতে থাকে মাঝেমাঝে দু-একটা চুমুও পেয়ে যায় ছেলেটা ফ্রি-তে।

কিন্তু এসব বান্ধবীসুখ বেশিদিন থাকে না সেটা সবাই জানে। তবুও বারে বারে প্রেমে পড়ে বেশ কিছুজন, হয়তো পড়ে না, পড়া হয়ে যায়।
একইভাবে একদিন ফুরিয়ে আসে সব, কিছুকাল পেরিয়েছে মেয়েটার সাথে ছেলেটার আর কোনো যোগাযোগ নেই , মেয়েটির নিশ্চয় মনে আছে ছেলেটা তার কবিতার খাতাটা  তাকে দিয়ে গিয়েছিল।
এখন সেই স্মৃতি নিয়েই সে-ও বেঁচে আছে যেমন করে আরও পাঁচজন বেঁচে থাকে এটা জেনেই যে, কিছু কিছু বান্ধবীদের মনে রাখতে হয় তাই বলে সব বান্ধবীদের মনে রাখতে নেই।


পুরো ব্যাপারটা গান থেকে এডিট থেকে ক্যালিওগ্রাফি পুরোটাই একটা অন্যমাত্রার কাজ হয়েছে, আশা করি সবার এটা ভালো লাগবে।

Lyrics by Aniket Das,

sung by Subhrajit Panda

Tune by : Subhrajit & Aniket

Music : Rishi Panda ; MIC Drop Studio

D.O.P- Gourab Das

EDITOR- Subham Haldar

ACTOR- KANINIKA & ANIKET

Title Calligraphy & Cover Photo :
Krishnendu Mondal

 (কলমে ডট.পেন)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন