প্রয়োজনীয়তা
--------------------------
— প্রীতি মান
-------------------
তোমার জন্মে খুশি সবাই, আনন্দ, উচ্ছাস,
আমার জন্মে হাসলো ধরা, হাসলো এই আকাশ ।
তোমার জন্মে ঘর ভর্তি মিষ্টি বিতরন,
আমার জন্মে ' ছোট্ট খোকা ' নাম দিলো ভুবন ।
তুমি যখন সবার কোলে ঘুরছো আনন্দেতে,
আমি তখন উঠছি জেগে কোনো এক ফুটপাথে ।
তুমি যখন হামাগুড়ি দিচ্ছো আপন মনে,
আমি তখন দাঁড়িয়ে আছি মহা রনাঙ্গনে ।
তবুও সে রনাঙ্গনে বাড়ছি ধীরে ধীরে,
দেখছি আমি এই ধরাকে দুটি নয়ন ভরে ।
হাঁটছো তুমি ভীষন সুখে মায়ের হাতটি ধরে,
আমিও বেশ হচ্ছি বড়ো রোদ্-বৃষ্টি-ঝড়ে ।
হঠাৎ দেখি আমায় নিয়ে অনেক লোকের জোট —
আমি নাকি এই পথকে করছি অবরোধ ।
বড়ো হওয়ার স্বপ্ন তুমি দেখছো দুটি চোখেই,
গাছ বলে কি আমার কোনো স্বপ্ন থাকতে নেই ।
মায়ের থেকে উপড়ে দিতে তোমার কত সরঞ্জাম,
ভুলে গেছো আমারও আছে ছোট্ট একটা প্রান ।
মা যে এতো শক্ত করে জড়িয়ে আমায় আছে,
তবে কেন মায়ের মনে কষ্ট দিছো মিছে ।
হায় রে মানুষ ! তুমি বড্ড বোকা, বড্ড অসহায় —
থাকলে আমি, থাকবে তুমি, ভুলেছো আজ তাই ॥
--------------------------
— প্রীতি মান
-------------------
তোমার জন্মে খুশি সবাই, আনন্দ, উচ্ছাস,
আমার জন্মে হাসলো ধরা, হাসলো এই আকাশ ।
তোমার জন্মে ঘর ভর্তি মিষ্টি বিতরন,
আমার জন্মে ' ছোট্ট খোকা ' নাম দিলো ভুবন ।
তুমি যখন সবার কোলে ঘুরছো আনন্দেতে,
আমি তখন উঠছি জেগে কোনো এক ফুটপাথে ।
তুমি যখন হামাগুড়ি দিচ্ছো আপন মনে,
আমি তখন দাঁড়িয়ে আছি মহা রনাঙ্গনে ।
তবুও সে রনাঙ্গনে বাড়ছি ধীরে ধীরে,
দেখছি আমি এই ধরাকে দুটি নয়ন ভরে ।
হাঁটছো তুমি ভীষন সুখে মায়ের হাতটি ধরে,
আমিও বেশ হচ্ছি বড়ো রোদ্-বৃষ্টি-ঝড়ে ।
হঠাৎ দেখি আমায় নিয়ে অনেক লোকের জোট —
আমি নাকি এই পথকে করছি অবরোধ ।
বড়ো হওয়ার স্বপ্ন তুমি দেখছো দুটি চোখেই,
গাছ বলে কি আমার কোনো স্বপ্ন থাকতে নেই ।
মায়ের থেকে উপড়ে দিতে তোমার কত সরঞ্জাম,
ভুলে গেছো আমারও আছে ছোট্ট একটা প্রান ।
মা যে এতো শক্ত করে জড়িয়ে আমায় আছে,
তবে কেন মায়ের মনে কষ্ট দিছো মিছে ।
হায় রে মানুষ ! তুমি বড্ড বোকা, বড্ড অসহায় —
থাকলে আমি, থাকবে তুমি, ভুলেছো আজ তাই ॥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন