ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

বিভাগ - কবিতা

*আবার আসব ফিরে*
     অপূর্ব কর্মকার

ভেবেছো কী !
টের পাইনি কিছু ?

সব শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে ;
চোখের সামনে দেখতে পাচ্ছি-
পরিচিত মুখগুলো কেমন যেন বদলে যাচ্ছে ;
কাঁধের উপরে যে হাতগুলো সাহস জোগাচ্ছিল -
তারাও আজ বিলুপ্তপ্রায় ।

তোমরা ভাবো-পরাজিত 'আমি' ,
আমার মধ্যে কিছুই নেই বাকি ।
অবজ্ঞা-ভরা তাচ্ছিল্যের হাসি হেসে-
এড়িয়ে চলো আমাকে ।
বটতলায়,নদীর পাড়ে,পাড়ার মোড়ে চায়ের দোকানে,সন্ধ্যাবেলার আড্ডায় -
আলোচনার বিষয়বস্তু হয়েছি 'আমি' ।

তবুও কিছু বলিনি ;
সহ্য করেছি সবটা মুখ বুঁজে।
আহত হয়েছি তোমাদের  আচারে,ব্যবহারে,কথাবার্তায়,রসিকতায় ।
প্রতিরোধ করার শক্তি হারিয়েছি আজ ,
জাদুকর যেমন ইন্দ্রজালে সম্মোহন করেন ;
ঠিক তেমনটা হয়েছি 'আমি' ।

ভেবেছিলাম মুখ খুলব না ;
কিন্তু পারলাম না,ক্ষমাপ্রার্থী 'আমি'।
কানে বড্ড বাজছে-"ও এখন 'হিরো' থেকে 'জিরো'।"
হুঁশিয়ার! আর নয় ।
তোমাদের 'চ্যালেঞ্জ'-কে স্বাগত, বন্ধু ।
প্রস্তুত থেকো,প্রত্যাঘাত-টা হবে ভীষণ ভয়ানক ।
কথা দিচ্ছি-আবার আসব ফিরে তোমাদের 'হিরো' হয়ে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন