বিভাগঃকবিতা
জন্মদিন
অমরেশ বিশ্বাস
জীবন থাকতে জন্মদিনের
কথা কি কেউ ভোলে
আনন্দে মন নেচে ওঠে
সেই দিনের কথা হলে।
যে দিন প্রথম এসেছিলাম
আমি মায়ের কোলে
প্রতি বছর সেদিন ঘরে
রঙীন বেলুন ঝোলে।
জন্মদিনে মায়ের হাতে
স্নেহের পায়েস খাওয়া
থাকতে জীবন কখনো তা
যায় কি ভুলে যাওয়া।
মাথায় বাবার হাত রাখাটা
পরম আশীর্বাদ
অভাগা সে জীবনে যার
জোটেনি সেই স্বাদ।
জন্মদিনে আসত পাড়ার
সকল ছেলেপুলে
বড় হলেও সে কথা যাই
কেমন করে ভুলে।
জন্মদিনে শপথ নিয়ে
চলার শুরু হয়
জন্মদিন যে খুবই প্রিয়
সে দিন ভোলার নয়।
**** ***
জন্মদিন
অমরেশ বিশ্বাস
জীবন থাকতে জন্মদিনের
কথা কি কেউ ভোলে
আনন্দে মন নেচে ওঠে
সেই দিনের কথা হলে।
যে দিন প্রথম এসেছিলাম
আমি মায়ের কোলে
প্রতি বছর সেদিন ঘরে
রঙীন বেলুন ঝোলে।
জন্মদিনে মায়ের হাতে
স্নেহের পায়েস খাওয়া
থাকতে জীবন কখনো তা
যায় কি ভুলে যাওয়া।
মাথায় বাবার হাত রাখাটা
পরম আশীর্বাদ
অভাগা সে জীবনে যার
জোটেনি সেই স্বাদ।
জন্মদিনে আসত পাড়ার
সকল ছেলেপুলে
বড় হলেও সে কথা যাই
কেমন করে ভুলে।
জন্মদিনে শপথ নিয়ে
চলার শুরু হয়
জন্মদিন যে খুবই প্রিয়
সে দিন ভোলার নয়।
**** ***
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন