ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮

দ্বিতীয় দফা

নমঃস্কার আমি জয়দীপ জলফড়িং-র চার্জিং সম্পাদক আজ আমাদের সাথে আছে তিনজন কবি।

১.)নীল চক্রবর্তী ২.)বিধান সাহা ৩.)বাবলু বাউরি

   
 

        কবি বিধান সাহা

কবি বাবলু বাউরি
------------------------------------------------------
জয়দীপ: শুভ বিজয়া সকল কে।আমি জয়দীপ আপনাদের সাথে বিজয়া আড্ডায়

বিধান সাহাঃ সকলকে শুভ বিজয়ার শুভেচ্ছা ।

জয়দীপ: আপনাদের সামনে কিছু প্রশ্ন নিয়ে এসেছি আজ আর কিছু আড্ডা।

বিধান সাহাঃ খোলা মনে আলোচনা হোক ।

জয়দীপ: রাবেন্দ্রিক ভাবধারার কবিমুখ খোলনলচে বদলে পাড়ি দিয়েছে পোস্ট মর্ডান।  দাড়ি কমা বিন্দু বিস্বর্গ বদলে কবিতা আজ অনেক খোলামেলা।
এটা কতটা যুক্তি যুক্ত আপনাদের কাছে?

বাবলু বাউরি : বিষয়টা ভালো,যুগের সঙ্গে সঙ্গতি রেখে কবিতার ধারা বদল হয়েছে ।

বাবলু বাউরি: তবে সময়ের সাথে সব কিছুর মতই সাহিত্যের বিবর্তন  হয়েছে আর হবে।
নতুনত্বের ছোঁয়া স্থান কাল প্রেক্ষাপটে কবির জীবন দর্শনে কবিতা সৃষ্টির বৈচিত্র দেখা দিয়েছে

বিধান সাহা: একদম ঠিক কথা ।

 জয়দীপ: তৎকালীন যুগ পর্যায় রাবেন্দ্রিক না একালের কাব্যকথা পাঠক হিসাবে আপনারা কোন টাকে বাছবেন,
 কোনটা বেশী পড়তে চাইবেন?

 বিধান সাহা: আমরা তো সময়ের আবহে আবর্তিত ।

বাবলু বাউরি : সেভাবে বাছা যায় বলে সেরকম আমার কাছে কিছু নেই,।কবিতাকে ভালোবাসি,
যে কবিতা ভালো লেগে যায়, তা বার বার পড়তে ইচ্ছে করে,
সাধ হয় যদি এরকম কিছু আমিও লিখতে পারতাম,
শুরু হয় লেখা।

বিধান সাহা: রবীন্দ্রনাথ ও কিন্তু গদ্য ছন্দের কবিতা লিখেছেন ।
সুতরাং বাছাবাছি নিজস্ব ব‍্যাপার ।
বর্তমান কালে কত নতুন নতুন বিষয়ে কবিতা লেখা হচ্ছে ।
 যুগটাকে অস্বীকার করার উপায় নেই ।

নীল চক্রবর্তী : বিষয়ের  এ ভ্যারাইটি  থাকলেও কিন্তু মুল্যবোধের  বিচারে বর্তমানের     কবিতায়  সাহিত্য রসের অভাব অনেক।
কবিতা আত্মকেন্দ্রিক অনেকটাই। ভাবনার ব্যাপ্তী কম এখানে।

 জয়দীপ: আপনাদের কাছে আরেকটা প্রশ্ন যেটা আমাকেও শুনতে হয় অনেক ক্ষেত্রে কিছুটা সম্মুখীন বলতে পারেন।
ফেসবুক কবিতা ব্লগজিনের মাঝে কোথাও কি হারিয়ে যাচ্ছে বা মার খাচ্ছে বা পাব্লিসিটি পাচ্ছে না প্রিন্টেড ম্যাগ গুলো?


 নীল চক্রবর্তী : হ্যা..অনেক ভিড় দেখি তবে তার গুরুত্ব কম।

বাবলু বাউরি: হ্যাঁ,সহমত।
তবে এটাও  সময়ের প্রেক্ষাপট

নীল চক্রবর্তী : বই এরগুরুত্ব  বেশী। বইআকারে বেরোলে হারাবেন না।

বিধান সাহা: লেখার থেকে প্রচার পাওয়ার প্রবণতা অনেককে তাড়িয়ে বেড়ায় ।এটা ঠিক নয় । আগে লেখা ।তারপর প্রচার ।

বাবলু বাউরি : লেখার সাথে সাথে সাহিত্য চর্চাও খুব প্রয়োজন

বিধান সাহা: পড়াশোনা অবশ্যই দরকার ।

জয়দীপ: ফেসবুক কবিতায় কোথায় যেন কমেন্টস আছে লাইক ও আছে তবে সঠিক মুল্যবোধ কোথায়

 নীল চক্রবর্তী : হ্যা এক্ষেত্রে সহমত। ভিড় অনেক।

বিধান সাহা: একদম ঠিক ।
 লাইক দেবার জন্য তৈরী হয়ে আছেন
পাঠক কিন্তু ঠিকই আছে । তারা খুঁজে পেতে পড়েন ।

নীলচক্রবর্তী : ব্যাপারটা তেমন নয়, নিরপেক্ষ পথিক বদ্ধতা কম, সাহিত্য আলোচনা অনুশীলনের অভাব পরিলক্ষিত।

বাবলু বাউরি : পাঠক আছে ভাই।পাঠক আছে।
যদি দুইজন পড়েন, মনে রাখবে সেটাই অনেক।
কিছু কিছু পাঠক পড়েন কিন্তু তা জানাতে দেন
না

 বিধান সাহা: আত্ম অনুশীলন প্রয়োজন ।
 ভালো লেখা লিখতে মন বসানো প্রয়োজন ।

বাবলু  বাউরি : খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন

বিধান সাহা: লিখে ফেসবুকে ছাড়া বড় কথা নয়।

 জয়দীপ: কবিতা কি?

বিধান সাহাঃ এটাও একটি বড় প্রশ্ন । উত্তর খোঁজা আরও কঠিন



 জয়দীপ: পোস্টমর্ডান প্রেক্ষাপটে কবিতা কে কিভাবে ব্যাখ্যা করবে?

নীল চক্রবর্তী : নিজেদের  উদ্যোগে  হলেও লাইব্রেরী  বানানোর  চেষ্টা  করা উচিত ...আমাদের

বিধান সাহা: যুগের প্রতিফলন যে লেখার মধ্যে রয়েছে ।

 নীল চক্রবর্তী :কবিতায় গানের মতো তাল রিদম আছে আর ছন্দ ছাড়া কোন কবিতা হতে পারেনা। কবিতার তো নিজস্ব একটা চলন আছে ।তাই তো ছন্দ ।

জয়দীপ: মানে গদ্যছন্দের তাল বা রিদম ঠিক থাকলে সেটাও কবিতা হতে পারে

বিধান সাহা: আজ বিদায় নিচ্ছি । সকলকে ধন্যবাদ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন