ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

হাঁড়িতে চাল বাড়ন্ত
------------বিশ্বজিৎ মৈত্র

মাগো ,পেটে বড্ড ক্ষুধা
যায়না থাকা আর,
যাহোক করে একটু করো
জলপানির যোগার।
বাপ মরেছে যেদিন থেকে
সেদিন থেকেই ঘরে,
এক এক করে যা ছিল সব
গেছে পেটের তরে।
সব‌ জেনেও তোমার বাছার
করার কিছুই নাই,
হাত পা গেছে পলিওতে
দাওনি টিকা তাই।
জানি মাগো কষ্ট তোমার
আমার চেয়েও বেশি,
যাব লোকের দ্বোরে দ্বোরে
ন‌ইকো তেমন পেশি।

মা শুনে কয় মনে মনে
চাইলে পরে আমি,
প্রতিদিন-ই আনতে পারি
খাবার দামি দামি।
রোজ‌ও আসে কাজের অফার
ডিউটি রাতে তাই,
মান ইজ্জত সব খুইয়ে
কেমন করে যায়।
কিন্তু এবার যেতেই হবে
বাঁচাতে তোর প্রাণ,
দু'হাত পেতে করব গ্রহণ
ভ্রষ্টাচারের দান ।
হাঁড়িতে চাল কালকে থেকে
থাকবে না বাড়ন্ত।
জানিস খোকা কালকে হবে
মোদের দুঃখের অন্ত।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন