নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮


| মনি |
আশীষ হাজরা

আমাকে একটা মনি এনে দেবে
চন্দ্রকান্ত নীলকান্ত নয়
ভালবাসার মনি,
তার ভয়ঙ্কর সুন্দর রঙ
কি বিপুল আলোর রোশনাই,
শুধু তার পানেই চেয়ে থাকতে হবে
পৃথিবীর যাবতীয় দুঃখ বেদনা ভাল মন্দ
ঢাকা পড়ে যাবে,
কেবলি ভালবাসা ম-ম করবে
আর কিচ্ছু নয়৷৷




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন