ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

উষ্ণস্পর্শ  ......
-----------আদিত্য বর্মন
তাপমাত্রার ক্রমশ নিম্ন পারদ
হানা দেয় গাছের  মনে,
নিঠুর বরফ চাই
বাসা বেধেছে হিয়ার ঘরে।
সব পাতারা নিয়েছে বিদায়,
প্রেমিকার বিরহে আজ গাছ রিক্ত।
তবু তার মনেও কোথা দোলা দেয়
আগামী বাসন্তী গান।
সেও স্বপ্ন দেখে,  তার বেদনারা
একদিন পাবে ভাষা,
তার স্বপ্ন হবে পূর্ন,
বাসন্তী কলমে লেখা হবে
নতুন কবিতা,
হিমেল হাওয়ায় বরফের স্তুপ
বুকে নিয়ে-
মনের ঘরে অনুভুত হয়
বাসন্তী প্রিয়ার উষ্ণস্পর্শ।    




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন