নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮

             |  সাফি  |
-------------------------সুদীপ্ত সেন

সাফি ভিজে গেছে যেটুকু গন্ধ ছিল
আমি তা জানিনা, খবর রাখিনা সেরম
ওরাই রাখে,তাই তারা বলে দিল
বলল সাফিও গন্ধে হয়েছে গরম।

বেশি বলবনা কী সাফি ইত্যাদি
টের পেয়ে গেলে পেয়ে যেও বলিওনা
ইচ্ছে হলে গন্ধ শুকতে যদি
প্রথম তো? তাই বেশি বেশি এগোওনা।

সাফি বদলাও ন্যাপির মতো করে
সাফির অভ্যেস গন্ধে ভেজানো বাহার
দেখো সাবধানে যেতেও পারো নড়ে
এই সাবধান ওদের কাছে আহার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন