ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

কবিতা- সিগারেট
সৌরভ ঘোষ

আমি মুখ পোড়া অ্যাসট্রের কোণ ঘেঁষে,
নিভন্ত প্রায়।
গতর পুড়িয়ে আমেজ দিয়েছি এতক্ষণ
বারবার নিভতে চেয়েও পারিনি
উদ্বাস্তু প্রশ্বাস ঝাঁঝরা করেছে প্রতিবার
শেষে গলা টিপে মারার ঐকান্তিক প্রচেষ্টা...

আমার রাগ গনগনে লাল, অন্ধকারে দেখা যায়।
আমিও মানুষ দেখি
বৃষ্টি দেখি, পাহাড় দেখি, জঙ্গল দেখি,
দেখি ভয়ঙ্কর অন্ধকার,মৃত্যু ...
নির্ভয়ে নিকোটিন বীজ বুনি গোলাপি ফুসফুসের জমিতে।
প্রতিহিংসার ধোঁয়া ছড়াই আমেজে
প্রতিবেশীর ঘড় পুড়িয়ে উল্লাসে হাসি,বিদ্রোহী...

একদিন,তোমরাও খুন হবে
আমার হাতে ক্যান্সারের ধারালো ছুড়ি...

২টি মন্তব্য: