নোঙর ওয়েব ম্যাগ থেকে
প্রভাতকিরণ
আরিফুল ইসলাম সাহাজি
ক্ষুব্ধ প্রশ্নবিদ্ধ হৃদয় নিস্তব্ধ সন্ধ্যা পেরিয়ে
ঘন আঁধার রাতে একগুচ্ছ বুনিত স্বপ্ন হাতড়ায়
ঘুম আসবে না ! চেতনার গলিত অন্ধকার
খেয়ে নিয়েছে বাঁচার সব রসদ , শরীরী ঘ্রান
গুমরে মরে লাশকাটা ঘরে । আহত প্রজাপতির জবানবন্দীতে বিশুদ্ধ স্বপ্ন দেখবো বলে চৌরাস্তায় এসে দাঁড়ায় । গুপ্তঘাতক ওঁতপেতে ছিল আগেই , ঘুমাতে পারছে না হয়ত সেও । এগিয়ে আসছে সে ! ভয় পাচ্ছি এবার ।
সময়ের গাঢ় অন্ধকারে হারিয়ে যাবো , কেমন রাক্ষস একটা সময় ! সময়ের পেটে কি ভয়ঙ্কর ক্ষুধা । সাক্ষী থাকুক জোস্না । হাঁটু গেড়ে বসেছি এখন , এই চৌরাস্তায় অভিনীত হোক আমার মৃত্যুপালা ।একটা আলোর কিরণ এসে পড়ল চোখে , দেখলাম কিছু নেই আর । ।
---------
প্রভাতকিরণ
আরিফুল ইসলাম সাহাজি
ক্ষুব্ধ প্রশ্নবিদ্ধ হৃদয় নিস্তব্ধ সন্ধ্যা পেরিয়ে
ঘন আঁধার রাতে একগুচ্ছ বুনিত স্বপ্ন হাতড়ায়
ঘুম আসবে না ! চেতনার গলিত অন্ধকার
খেয়ে নিয়েছে বাঁচার সব রসদ , শরীরী ঘ্রান
গুমরে মরে লাশকাটা ঘরে । আহত প্রজাপতির জবানবন্দীতে বিশুদ্ধ স্বপ্ন দেখবো বলে চৌরাস্তায় এসে দাঁড়ায় । গুপ্তঘাতক ওঁতপেতে ছিল আগেই , ঘুমাতে পারছে না হয়ত সেও । এগিয়ে আসছে সে ! ভয় পাচ্ছি এবার ।
সময়ের গাঢ় অন্ধকারে হারিয়ে যাবো , কেমন রাক্ষস একটা সময় ! সময়ের পেটে কি ভয়ঙ্কর ক্ষুধা । সাক্ষী থাকুক জোস্না । হাঁটু গেড়ে বসেছি এখন , এই চৌরাস্তায় অভিনীত হোক আমার মৃত্যুপালা ।একটা আলোর কিরণ এসে পড়ল চোখে , দেখলাম কিছু নেই আর । ।
---------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন