নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

আমন্ত্রিত

নোঙর ওয়েব ম্যাগ থেকে

প্রভাতকিরণ
আরিফুল ইসলাম সাহাজি

ক্ষুব্ধ প্রশ্নবিদ্ধ হৃদয় নিস্তব্ধ সন্ধ্যা পেরিয়ে

ঘন আঁধার রাতে একগুচ্ছ বুনিত স্বপ্ন হাতড়ায়

ঘুম  আসবে না ! চেতনার গলিত অন্ধকার

খেয়ে নিয়েছে বাঁচার সব রসদ , শরীরী ঘ্রান
গুমরে মরে লাশকাটা ঘরে । আহত প্রজাপতির জবানবন্দীতে বিশুদ্ধ স্বপ্ন দেখবো বলে চৌরাস্তায় এসে দাঁড়ায় । গুপ্তঘাতক ওঁতপেতে ছিল আগেই , ঘুমাতে পারছে না হয়ত সেও । এগিয়ে আসছে  সে ! ভয় পাচ্ছি এবার ।
সময়ের গাঢ় অন্ধকারে হারিয়ে যাবো , কেমন রাক্ষস একটা সময় ! সময়ের পেটে কি ভয়ঙ্কর ক্ষুধা । সাক্ষী থাকুক জোস্না । হাঁটু গেড়ে বসেছি এখন , এই চৌরাস্তায় অভিনীত হোক আমার মৃত্যুপালা ।একটা আলোর কিরণ এসে পড়ল চোখে , দেখলাম কিছু নেই আর  । ।
          ---------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন