ঢের হয়েছে
--------সুজান মিঠি
শিকড় টানে নোংড়া-কাদা
জন্মেছে যে পাঁকে,
পদ্ম পাতায় সুগন্ধি ভাত
গর্ব অহং আঁকে।
আঙ্গুল চাপে ঘ্রাণের মুখে
করতে ছিন্ন মূল,
হ্যাঁচকা টানে ছিঁড়তে হবে
পঙ্ক নোংরা কূল।
পদ্মটাকে টবের গোছে
আলতো আদর জলে,
অতিথ-সেবা চলবে এবার
পদ্ম পাতার থালে।
শুকিয়ে ফুল- এঁটো পাতা
নোংরা পাঁকে ফের,
‘পঙ্কজ’হয়েছিল একদিন
খুব ছিল তা, ঢের।
--------সুজান মিঠি
শিকড় টানে নোংড়া-কাদা
জন্মেছে যে পাঁকে,
পদ্ম পাতায় সুগন্ধি ভাত
গর্ব অহং আঁকে।
আঙ্গুল চাপে ঘ্রাণের মুখে
করতে ছিন্ন মূল,
হ্যাঁচকা টানে ছিঁড়তে হবে
পঙ্ক নোংরা কূল।
পদ্মটাকে টবের গোছে
আলতো আদর জলে,
অতিথ-সেবা চলবে এবার
পদ্ম পাতার থালে।
শুকিয়ে ফুল- এঁটো পাতা
নোংরা পাঁকে ফের,
‘পঙ্কজ’হয়েছিল একদিন
খুব ছিল তা, ঢের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন