ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

 শব্দ জন্ম*
              ----- তমোঘ্ন নস্কর
                   
খোলা চিঠির পাতায় লিখেছিলো
কিছু সংলাপ
মরচে রঙের পাতায় বাহারি নেলপোলিসের ছাপ.....

কল্পনার অক্ষরের সাথে
আল্পনা আঙুলের বসত
বিজয়ার সিঁদুরের দিব্যি
পাঠিয়েছিলো
ভোরের পিয়নের হাতে
     হৃদয় মোড়ের চা ওয়ালাকে.....
সকালের কুয়াশা -মেঘ বৃস্টির
স্টেশনে .......

প্রেম তুমি , হাসি তুমি
ভালো থাকাও তুমি বই....
তোমার বুকে দিও ঠাঁই আজীবন
তুমি আমৃত্যুর সই.....



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন