নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮

৫.)
        জিজ্ঞাসা
  -----------------সুদীপ্ত সেন

কথা জমে জমে কথা এগোছে দিনে
সন্ধ্যে নিভিয়ে রাত্রির আলপিনে!

সঙ্গে সঙ্গে উপমা জুড়ছ প্রেমে
তোমার আমার একরাশ ঘুম ভেঙে!

তারপর ওই চুপ থেকে গেছে চোখ
আবার কখনও জমিয়ে সন্ধ্যে হোক!

এভাবেই কত প্রেম ভাঙা-গড়া হয়
পার্কে প্রেমিকা বন্ধু থাকেনা বোধহয়!!




                                           
             

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন