-:যে কটা দিন পাশে ছিলে:-
সৈয়দ মহঃ সাবির আলি
যে কটা দিন পাশে ছিলে, দেখতাম প্রতিনিয়ত আলো,
মনের কথা বলতে আমায়, বাসতে তুমি ভালো।
হইচই করে দিন কাটাতাম, ফুটত মুখে হাসি,
সত্যি করে সেদিন তোমায়, লাগতো অনেক বেশী,
আর যখন, ইচ্ছে করে হারিয়ে যেতাম,
হতে তো অখুশি,
চোখের কান্নায় চেঁচিয়ে বলতো তুমি,
পাগল আমি তোমায় ভালোবাসি।
যখন স্কুলের পথে ভিজতাম মোরা,বৃষ্টি ভেজা দিনে,
তখন তুমি প্রতিশ্রুতি দিয়ে ছিলে-থাকব সারাক্ষনে।
যে কটা দিন পাশে ছিলে, হত দু-হৃদয়ের দেখা,
এখন তুমি অনেক দূরে-----আমায় লাগে একা।
আজ তুমি পাল্টে গেছো, গেছো আমার ছেরে,
কী নিয়ে আজ বাঁচবো বল?
বাঁচবো কী আজ ধরে?
জানি তুমি আসবে নাকো,আমার মনের দেশে,
বন্ধু তোমায় ভালোবাসি,বাসবো জীবন শেষে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন