জীবন তরী
সুমিত বিশ্বাস
আমি দিবস রাত্রি
জীবন পথের যাত্রী৷
সুখ দুখের তরু বায়
জীবন খেলা খেলে যায়৷
সুখের তরী বাওয়া যায়
দুখের তরী যেন না বায়৷
জীবন আকাশে
মধুময় বাতাসে৷
ভরে যাক
মন আকাশে উরুক সুখপাখির ঝাঁক৷
গহীন আঁধার পার করে ভাই
সুখের প্রাসাদ পেতে চাই৷
বলবে কেউ কোন নদীতে
তরী খানা দেব পেতে৷
যে নদীর ঢেউ নেই
নৌকাডুবির ভয় নেই৷
সেই নদী আমি কোথায় পায়
ইচ্ছে করে সেই নদীতে ভেরায় নায়৷
সুমিত বিশ্বাস
আমি দিবস রাত্রি
জীবন পথের যাত্রী৷
সুখ দুখের তরু বায়
জীবন খেলা খেলে যায়৷
সুখের তরী বাওয়া যায়
দুখের তরী যেন না বায়৷
জীবন আকাশে
মধুময় বাতাসে৷
ভরে যাক
মন আকাশে উরুক সুখপাখির ঝাঁক৷
গহীন আঁধার পার করে ভাই
সুখের প্রাসাদ পেতে চাই৷
বলবে কেউ কোন নদীতে
তরী খানা দেব পেতে৷
যে নদীর ঢেউ নেই
নৌকাডুবির ভয় নেই৷
সেই নদী আমি কোথায় পায়
ইচ্ছে করে সেই নদীতে ভেরায় নায়৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন