নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮

প্রতিদান
সৈয়দ মহঃ সবির আলি

গাছের অবসর কিছু নেই,থাকতেও নেই,
সে যে পৃথিবী বাসীর প্রাণ ভ্রমরা,
প্রতিটা শ্বাসে,প্রশ্বাসে খাদ্য,জীবনে,
তাঁর অবদান অপরিহার্য।
সে আবদমিত হয়ে দাঁড়িয়ে থাকে,
হাজার প্রতিকুলতায়,
কখনো তীব্রদহনে,হীমে,ভূকম্পনে,
আবার, কখনো ঝড়ের সাথে বিশ্ব স্বার্থে যুদ্ধ করে,
এই যুদ্ধে গাছ একলা সর্বদা।
দলবদ্ধ ভাবে থাকলেও তারা,নিজের যুদ্ধ নিজেই লড়ে।
আর এদিক আমরা,
নিজের স্বার্থে বৃক্ষ লোপাট করি,
আসলে,কুড়ুল মারি নিজের বক্ষে।
বায়ু দূষণ করি,বিক্রি করি ,আরও-------------
তাদের কী এই মূল্য---------------কিছু অর্থ?
তবে কি অর্থ তাদের আবদানের প্রতিদান?
তবে যে গাছ,এই জগতের অবজ্ঞা সহ্য করে দাঁড়িয়ে আছে।
আর আমরা মান-হুঁশ খোয়ানো জাতি,
মানুষ জাতি।
যে গাছ প্রাণ দিয়ে প্রাণ বাঁচায়,
সেই দেবতাকে আমরা--------ছি------,
স্বার্থে জন্য আমার কী এই ভাবে দিয়ে যাবো ,
তাদের অবদানের প্রতিদান???

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন