ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

সোমবার, ২০ আগস্ট, ২০১৮


____যে কটা দিন ছিলে পাশে
              এম.এম.এম

যে কটা দিন ছিলে পাশে
    ছিল গিটারের সুর।
মন ময়ূরী নাচত পেখম তুলে
    উঠোনে বাজত ঝুমুর।

নদীর হাওয়া উজান তালে
     বইতো রাত্রিদিন।
আকাশ কালো হোকনা যতই
     খুশি তবুও রঙিন।

জোছনা আসতো খোলা জানালায়
      তোমার পদধূলি হয়ে।
চুলের খোঁপায় করবী নাচত
      এ হৃদয়ে দোলা দিয়ে।

তোমার মুখে থাকত আঁকা
       আমার সকল সুখ।
ঝলমলে ওই হাসি দেখে
       কাটতো জমানো দুখ।

যে কটা দিন ছিলে পাশে
     কাজের ভিড়ে প্রেরণা।
নতুন নতুন কত স্বপ্ন কুঁড়ি 
     পূরণের জোর বাসনা।
     ‎        -------------

কাঠিয়া, মুরারই, বীরভূম


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন