[অন্ধ শহর]
সায়ন্তনী হোড়
ব্যস্ততার সিঁড়ি কে পিছনে ফেলে একটা শহর এগিয়ে যেতে চাইছে।
যেতে চাইছে সমুদ্রের ঢেউ এর কাছে ।
একটা অন্ধ ঘর। মেঝেতে পড়ে থাকে শুকনো গোলাপের স্তবক ।
গোলাপ ছুঁয়ে অপেক্ষা।
অপেক্ষা কে ছুঁয়ে গোলাপ ।
একটা অদ্ভুত ফিলিংস ।
কিছু নিঃশ্বাসের বিক্ষিপ্ত ছন্দ
একটা অন্তহীন কাব্যের শব্দ কে যেন প্রতিনিয়ত মিশে যেতে দেখছি এক ব্যস্ত শহরের গলির ভাঁজে।।
সায়ন্তনী হোড়
ব্যস্ততার সিঁড়ি কে পিছনে ফেলে একটা শহর এগিয়ে যেতে চাইছে।
যেতে চাইছে সমুদ্রের ঢেউ এর কাছে ।
একটা অন্ধ ঘর। মেঝেতে পড়ে থাকে শুকনো গোলাপের স্তবক ।
গোলাপ ছুঁয়ে অপেক্ষা।
অপেক্ষা কে ছুঁয়ে গোলাপ ।
একটা অদ্ভুত ফিলিংস ।
কিছু নিঃশ্বাসের বিক্ষিপ্ত ছন্দ
একটা অন্তহীন কাব্যের শব্দ কে যেন প্রতিনিয়ত মিশে যেতে দেখছি এক ব্যস্ত শহরের গলির ভাঁজে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন