তখন আমি একলা ভীষণ রকম,
শূন্যতা'টার আশেপাশে ঘোরাঘুরি,
হঠাৎ মনের নীল দিগন্ত জুড়ে,
শান্ত্বনাদের সহসা হুড়োহুড়ি।
শূন্যতা'দের গুমোট কালো কামড়,
অসহ্য সেই অন্ধকারের অতল,
শূন্যতা'দের প্রতিদ্বন্দ্বী হয়ে
মনটা হঠাৎ হয়ে উঠলো সচল।
ক'দিন হয়তো শুন্যতাদের সাথে
কাটাচ্ছিলাম অবসাদময় সময়,
কিন্তু এখন জীবন চিনেছি আমি,
ধ্বংস করেছি শূন্যতা আর ভয়।
এখন আমার অবসাদহীন শরীর,
তোমার জন্য কবিতা লিখবো ভাবি,
কবিতারাও আজ শূন্যতার ব্যাড়া-জাল
কাটিয়ে উঠেছে, হতে চায়ছি কবি।
এখন হয়তো তোমার আঁচল পায়না,
আছে যে তোমার স্নেহমাখা স্মৃতি,
শূন্যতা আজ অনেক দূরে গেছে,
লিখবো কবিতা তোমার জন্য সত্যি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন