ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

সোমবার, ১৩ আগস্ট, ২০১৮

শূন্যতা শেষে তখন আমি একা--- বৈশাখী গোস্বামী


শূন্যতা শেষে তখন আমি একা-----
বড্ড একা,একটা ক্লান্ত আমি
লিখব এক ব্যর্থ কলমের কথা
না,হা-হা-কার তুলব না,
শুধু রচিব এক শূন্যতার গান।
একটা বন্য গন্ধ খুঁজে নেব---
স্মৃতির পাতা উল্টে।
তারপর আকাশের নীল গায়ে মেখে--
এক জীবনের গল্প লিখব নিভৃতে।
 
       
                     13-08-201

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন