ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

সোমবার, ১৩ আগস্ট, ২০১৮

তুমি রবে নীরবে



তুমি রবে নীরবে...
আমার সরষে বাঁটা বাগান ছায়ায় দোলনা আর ভালোবাসায় কাদম্বরী ফুল

নৌকাডুবির শেষে
নষ্টনীড় খুজেছে জোড়াসাঁকোর ভিটে
ছায়া হয়ে ঘুরে বেড়ায় ঝোলা কোট পরে
পোষ্টমাস্টার রতনে মনিহারা
চৌকাঠ গোড়ায় সঞ্চয়িতা মেয়েটির রক্তকরবীর খোঁপা

রাজা তোমাকে মুক্ত করবে নন্দিনী
গুপ্তধন হাতে কাবুলিওয়ালার মিনি
ভণিতা-র ছদ্মনামে
নাঈট-দের ত্যাগ করেছে
আধুনিকতার মঞ্চে আকাদেমি নিয়েছে গীতবিতান
ছাতিম তলায় শ্রীনিকেতন

প্রতিটি বিপ্লবের ঘরে-বাইরে নিজেকেই খুঁজেছি
তবু আমার ছবিতে গোরার
অনুগল্প
প্রেম আসে যায় 'নিশিথি নি সম...

প্রতিটি বৈশাখে পায়েস খেয়েছি হে গীতাঞ্জলী
সোনার রথে বসে মায়েদের হাতে
পৃথিবীর বুকে নোবেল দিয়ে নাম লিখেছি
রাশিয়ার চিঠি আজ হাতে
এবার আসি
শেষের কবিতা নিয়ে চলো কেক কাটি আজ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন