প্রিয় কালপুরুষ,
দিন শেষে গোধূলি আলো রঙ ছড়িয়েছে চিলেকোঠা জুড়ে৷ মন কেমনের সুরটা আবারও বোধহয় বেজে উঠেছে চিলেকোঠা ,ছাদ আর আকাশনীলে ৷ হঠাৎ যেন মন কেমনের চেনা সুরে তোমার সৈনিক রূপ দেখলাম৷ তোমাকে একটি বার্তা দেব পারলে পাঠিয়ে দিও তাকে,কিংবা তার কোনো এক মনখারাপের বিকেলে তাকে মনে করিয়ে দিও৷ আমার আমি যে বড্ড জেদী,নিজ ভাবনায় স্বপ্ন আঁকি৷ হ্যাঁ আর বলো আমি নতুন আর পুরাতনে মিশে নিজ সত্যে স্বাধীন হয়েছি৷
ইতি
রাঙতা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন