মায়ের স্পর্শ
সৈয়দ মহঃ সাবির আলি
ভালোবাসি মা তোমায় আমি,
আর তোমার বিকাল বেলা,
ঘাসের উপর ঝড়ো হাওয়ায়, দেখি তোমার বোটের পাতার খেলা।
পুকুর পাড়ে বোটের ধারে, একলা যখন বসি,
হৃদয় কারা অনুভব মাগো,কি সুন্দর হাঁসি,
মাগো, ঢেউ পুকুরে তোমার, অদ্ভুত এক মায়া,
মেঘের মতো আগলে রাখো,থাকো হয়ে ছায়া।
কান পেতে মা শুনি যখন, তোমার মিষ্টি কণ্ঠ শব্দ,
তোমার স্বরে সবাই চুপ, আমিও নিস্তব্ধ,
তোমার কণ্ঠে শুর মিলিয়ে কোকিল যখন গায়,
মিষ্টি হওয়াই ভালোবাসা পাই , পাগল আমি তাই।
বটের তলে,মায়ের কোলে ঘুমিয়ে পরি আমি,
চোখ খুলে দেখি রক্ষপুরী,
তুমি মায়ের মতোন দামী।
সৈয়দ মহঃ সাবির আলি
ভালোবাসি মা তোমায় আমি,
আর তোমার বিকাল বেলা,
ঘাসের উপর ঝড়ো হাওয়ায়, দেখি তোমার বোটের পাতার খেলা।
পুকুর পাড়ে বোটের ধারে, একলা যখন বসি,
হৃদয় কারা অনুভব মাগো,কি সুন্দর হাঁসি,
মাগো, ঢেউ পুকুরে তোমার, অদ্ভুত এক মায়া,
মেঘের মতো আগলে রাখো,থাকো হয়ে ছায়া।
কান পেতে মা শুনি যখন, তোমার মিষ্টি কণ্ঠ শব্দ,
তোমার স্বরে সবাই চুপ, আমিও নিস্তব্ধ,
তোমার কণ্ঠে শুর মিলিয়ে কোকিল যখন গায়,
মিষ্টি হওয়াই ভালোবাসা পাই , পাগল আমি তাই।
বটের তলে,মায়ের কোলে ঘুমিয়ে পরি আমি,
চোখ খুলে দেখি রক্ষপুরী,
তুমি মায়ের মতোন দামী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন