ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

সোমবার, ৬ আগস্ট, ২০১৮

কবিতা--ডাইরির পাতায়
    লেখনী---সৌনক ভট্ট


আজ‌ তুই আমার থেকে,
অনেক দূরে।
দেখা হবে না হয়তো
আর কোনোদিনই।
কিন্তু তোর লেখা, আমার
ডাইরির পাতায়, সেই
লাইন গুলো আজ ও
মাঝে মাঝে পাতা
উল্টে দেখি।
তুই যেদিন ডাইরিটা নিয়েছিলি , আমার
কবিতা গুলো পড়ার জন্য।
বলেছিলি , দেখি কী কী
সব লিখেছিস।
তার পর ডাইরিটা নিয়ে
উঠে পড়লি,বললি....
"বাড়ি নিয়ে গেলাম রে"..
আমি বললাম আচ্ছা
নিয়ে যা।
তারপর ডাইরিটা তুই,
সময় মতো ফেরত ও
দিয়েছিলি।
কিন্তু মাঝে অতিক্রান্ত
হয়েছে বেশ কয়েকটি ঘটনা,
ও কয়েকটি বছর।
তাই আর ডাইরিটা খুলে,
দেখার সুযোগ হয়নি।
কিন্তু , তোর লেখা সেই
লাইন গুলো পড়লে....
তা আমার মন খারাপের
কারণ হয়ে দাঁড়ায়।
বন্ধুত্বটা হয়তো,
বলতে গেলে আর
একেবারেই নেই।
কারন, তোর সঙ্গে
আজ দীর্ঘ কয়েক বছর সমস্ত
যোগাযোগ বিচ্ছিন্ন।
জানি না, কোথায় আছিস
তুই এখন ।
আচ্ছা,তোকে মজা করে
একটা নাম ধরে ডাকতাম..।
মনে পড়ে তোর?
আচ্ছা, তোর সাথে প্রথম
কবে দেখা হয়েছিল মনে আছে?
জানি‌, কিছুই তোর মনে নেই।
সবটাই এখন অস্বচ্ছ জলছবির মতো।
তোকে তো এখন আর,
অনলাইনে ও দেখতে পাই না।
খুব ব্যস্ত হয়ে-গিয়েছিস আজকাল।
বোধ হয় সংসারের খুব চাপ পড়ছে,
তাই না রে....??
শেষে একদিন ফোনালাপ,
হয়েছিল....
হঠাৎ ফোন করে বললি....
"কীরে‌,কেমন আছিস?
চিনতে পারছিস আমায় ?"
আমি বললাম,না‌ পারার
কী আছে ?
তুই বললি...'শোন না,
আমার বিয়ে, সামনের সপ্তাহে।
তুই আসবি কিন্তু...
আমি বাকি বন্ধুদের ও বলেছি।'
আমি‌ বললাম, চেষ্টা করব রে।
কিন্তু সময় করে উঠতে পারিনি,যাবার জন্য।
তোর বিয়ের ছবি দেখলাম,
পবিত্রর কাছে।
বা!!! দিব্যি মানিয়েছে কিন্তু তোদের।
যেতে পারলে, ভালো লাগতো।
কিন্তু তা পারলাম না রে!
তা পারলাম না।
‌‌

                --সৌনক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন